হুগলি কোচিন শিপইয়ার্ড লিমিটেড। ছবি: সংগৃহীত।
হুগলি কোচিন শিপইয়ার্ড লিমিটেডে কর্মী প্রয়োজন। প্রতিষ্ঠানের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রজেক্ট অফিসার পদে মোট ১২ জনকে নিয়োগ করা হবে। উল্লিখিত পদে অনূর্ধ্ব ৪৫ বছর বয়সিরা আবেদন জানাতে পারবেন।
মেকানিক্যাল, ইলেক্ট্রিক্যাল, ইলেক্ট্রনিক্স, সিভিল ইঞ্জিনিয়ারিং কিংবা সমতুল্য বিষয়ে উচ্চশিক্ষিতদের উল্লিখিত পদে নিয়োগ করা হবে। এ ক্ষেত্রে আবেদনকারীদের শিপ বিল্ডিং, শিপ রিপেয়ার, বন্দর বা ইঞ্জিনিয়ারিং সংস্থায় পূর্বে কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক।
বাংলার পাশাপাশি, ইংরেজি এবং হিন্দি ভাষায় সাবলীল হওয়া আবশ্যক। নিযুক্তরা ভাতা-সহ বেতন বাবদ ৪০ হাজার টাকা প্রতি মাসে পাবেন। লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে।
অনলাইনে আবেদন গ্রহণ করা হবে। আবেদনমূল্য হিসাবে ৪০০ টাকা ধার্য করা হয়েছে। ২৪ মার্চ পর্যন্ত আবেদনপত্র গ্রহণ করা হবে। এই বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।