JRF Recruitment 2025

গবেষণায় প্রয়োজন জুনিয়র রিসার্চ ফেলো, বিজ্ঞপ্তি প্রকাশ করল কেন্দ্রীয় সরকার অধীনস্থ সংস্থা

নির্দিষ্ট সময়ের চুক্তিতে জুনিয়র রিসার্চ ফেলোকে কাজ করতে হবে। পারিশ্রমিক হিসাবে দেওয়া হবে ৩৭ হাজার টাকা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৩ মার্চ ২০২৫ ১৭:৫৩
Share:

ইন্ডিয়ান এগ্রিকালচারাল ইনস্টিটিউট (আইএআরআই)। ছবি: সংগৃহীত।

সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে। কেন্দ্রীয় সরকার অধীনস্থ ইন্ডিয়ান এগ্রিকালচারাল ইনস্টিটিউট (আইএআরআই)-এ কর্মখালি রয়েছে। প্রতিষ্ঠানের তরফে জানানো হয়েছে, জুনিয়র রিসার্চ ফেলো পদে এক জনকে নিয়োগ করা হবে।

Advertisement

জুনিয়র রিসার্চ ফেলো হিসাবে জেনেটিক্স, প্লান্ট ব্রিডিং, জেনেটিক্স অ্যান্ড প্লান্ট ব্রিডিং, এগ্রিকালচারাল বায়োটেকনোলজি বিষয়ের মধ্যে যে কোনও একটিতে স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদের নিয়োগ করা হবে। তবে তাঁদের ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট) বা গ্র্যাজুয়েশন অ্যাপটিটিউড টেস্ট (গেট) উত্তীর্ণ হতে হবে।

প্রার্থীদের মলিকিউলার মার্কারস, এমএবি, বায়োইনফরমেটিক্স টুলস, ফিল্ড ফেনো টাইপিং, ক্রপ ব্রিডিং নিয়ে পূর্বে কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক। নিযুক্তকে ভাতা-সহ বেতন বাবদ প্রতি মাসে নিযুক্তকে ৩৭ হাজার টাকা দেওয়া হবে।

Advertisement

প্রার্থীদের বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে। চুক্তির ভিত্তিতে প্রাথমিক ভাবে এক বছরের মেয়াদে কাজ চলবে। আগ্রহীদের সমস্ত নথি-সহ ১৮ মার্চের মধ্যে আবেদনপত্র পাঠাতে বলা হয়েছে। ২৪ মার্চ ইন্টারভিউয়ের মাধ্যমে এক জনকে বেছে নেওয়া হবে। এই বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement