DRDO Recruitment 2025

ডিআরডিও অধীনস্থ গবেষণাগারে গবেষক প্রয়োজন, আবেদনের সুযোগ স্নাতকোত্তরদের জন্য

হাই এনার্জি মেটিরিয়ালস রিসার্চ ল্যাবরেটরি, ডিআরডিও অধীনস্থ গবেষণাগারে গবেষক নিয়োগ করা হবে। তাঁদের নির্দিষ্ট সময়ের চুক্তিতে কাজ করতে হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৫ ১৩:২০
Share:

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

ডিআরডিও-র অধীনস্থ গবেষণাগারে কাজের সুযোগ। হাই এনার্জি মেটিরিয়ালস রিসার্চ ল্যাবরেটরি-র তরফে গবেষক নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ওই বিজ্ঞপ্তি অনুযায়ী, জুনিয়র রিসার্চ ফেলো হিসাবে স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্ন ব্যক্তিকে কাজের সুযোগ দেওয়া হবে। শূন্যপদ দু’টি।

Advertisement

জুনিয়র রিসার্চ ফেলো পদে রসায়ন, কেমিক্যাল, মেকানিক্যাল, এরোস্পেস ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্নদের নিয়োগ করা হবে। সংশ্লিষ্ট পদের জন্য শর্তসাপেক্ষে উল্লিখিত বিষয়ে স্নাতকদের আবেদনও গ্রহণ করা হবে। তাঁদের ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট) অথবা গ্র্যাজুয়েশন অ্যাপটিটিউড টেস্ট (গেট) উত্তীর্ণ হতে হবে।

তবে যাঁরা হাই এনার্জি মেটিরিয়ালস, পলিমার সিন্থেসিস, রকেট প্রোপালশন, কমবাস্টন নিয়ে আগে কাজ করেছেন, এমন ব্যক্তিদের নিয়োগের ক্ষেত্রে নেট উত্তীর্ণদের অগ্রাধিকার দেওয়া হবে। জুনিয়র রিসার্চ ফেলো হিসাবে অনূর্ধ্ব ২৮ বছর বয়সি প্রার্থীদের আবেদন গ্রহণ করা হবে।

Advertisement

নিযুক্তদের প্রতি মাসে ৩৭ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে দেওয়া হবে। তাঁদের নির্দিষ্ট সময়ের চুক্তিতে কাজ চলবে। কাজটি করতে আগ্রহী প্রার্থীদের জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতা, কর্মজীবনের নথি-সহ আবেদনপত্র ডাকযোগে জমা দিতে হবে। আবেদনের শেষ দিন ৭ জানুয়ারি। বাছাই করা প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য উপস্থিত থাকতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement