Howrah Recruitment 2025

ফ্লেবোটমিস্ট প্রয়োজন হাওড়ার স্বাস্থ্য বিভাগে, আটজন পাবেন সুযোগ

শূন্যপদ আটটি। ডেঙ্গু এবং ভেক্টর বোর্ন ডিজ়িজ় কন্ট্রোল প্রোগ্রামের অধীনে কাজ করতে হবে। হাওড়ার তিনটি হাসপাতালে কর্মস্থল হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ অগস্ট ২০২৫ ১৯:৪৪
Share:

প্রতীকী ছবি।

হাওড়ার স্বাস্থ্য বিভাগে চাকরির সুযোগ। এই মর্মে জেলার স্বাস্থ্য বিভাগের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নিয়োগ করা হবে ‘অফিস অফ দ্য চিফ মেডিক্যাল অফিসার অফ হেলথ’-এর তরফে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি।

Advertisement

চুক্তির ভিত্তিতে ফ্লেবোটমিস্ট নিয়োগ করা হবে। শূন্যপদ আটটি। ডেঙ্গু এবং ভেক্টর বোর্ন ডিজ়িজ় কন্ট্রোল প্রোগ্রামের অধীনে কাজ করতে হবে। হাওড়ার তিনটি হাসপাতালে কর্মস্থল হবে। প্রতি মাসে ৫,৫০০ টাকা করে দেওয়া হবে। আবেদনের জন্য মাধ্যমিক কিংবা সমতুল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি ফ্লেবোটমি টেকনিশিয়ান কোর্স সম্পূর্ণ থাকা প্রয়োজন। এ ছাড়াও যদি সংশ্লিষ্ট পদে এক বছরের কাজের অভিজ্ঞতা থাকে তা হলেও আবেদন করা যাবে। প্রার্থীর বয়স ৫০ বছরের মধ্যে হতে হবে।

১১ অগস্ট সকাল সাড়ে ১১টা থেকে দেড়টা পর্যন্ত ইন্টারভিউ হবে। প্রার্থীদের ওই দিন আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি সঙ্গে নিয়ে বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় যেতে হবে। বিজ্ঞপ্তিটি হাওড়া স্বাস্থ্য বিভাগের ওয়েবসাইট থেকে পাওয়া যাবে। সেখান থেকেই এই বিষয়ে যাবতীয় তথ্য ও শর্তাবলি জানা যাবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement