মৎস্য বিজ্ঞানে দক্ষ ব্যক্তিরা কেন্দ্রীয় সরকার অধীনস্থ সংস্থায় চাকরি পেতে পারেন। প্রতীকী চিত্র।
গঙ্গাবক্ষে ইলিশ মাছ উৎপাদন সংক্রান্ত গবেষণায় কাজের সুযোগ। কেন্দ্রীয় গবেষণা সংস্থার ব্যারাকপুরের সেন্ট্রাল ইনল্যান্ড ফিশারিজ় রিসার্চ ইনস্টিটিউটের ওই প্রকল্পে কর্মী নিয়োগ করা হবে। রিসার্চ অ্যাসোসিয়েট পদে নিযুক্তরা কাজ করবেন। শূন্যপদ দু’টি।
সংশ্লিষ্ট পদে মৎস্য বিজ্ঞানে স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্নদের নিয়োগ করা হবে। তবে, জ়ুলজি বা বায়োটেকনোলজি বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্নরাও আবেদনের সুযোগ পাবেন। আবেদনকারীদের বয়স ২১ থেকে ৪৫ বছরের মধ্যে হওয়া প্রয়োজন।
নিযুক্তদের প্রতি মাসে ৩১ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে দেওয়া হবে। তাঁদের ব্যারাকপুরের দফতর ছাড়াও প্রজেক্ট সাইটে গিয়ে কাজ করতে হতে পারে। প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করা হবে। তবে তার আগে প্রার্থীদের ই-মেল মারফত আবেদনপত্র জমা দিতে হবে।
আবেদনের শেষ দিন ২৬ জুন। বাছাই করা প্রার্থীদের ৩০ জুন ব্যারাকপুরের সেন্ট্রাল ইনল্যান্ড ফিশারিজ় রিসার্চ ইনস্টিটিউটে ইন্টারভিউয়ের জন্য উপস্থিত থাকতে হবে। ওই দিন কী কী নথি সঙ্গে রাখা প্রয়োজন, সেই বিষয়টি জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।