ICMR Recruitment 2025

স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্নদের নিয়োগ করবে আইসিএমআর, বেতন ২৮ হাজার

অনূর্ধ্ব ৩৫ বছর বয়সিরা ইন্ডিয়ান কাউন্সিল ফর মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)-এর গবেষণা প্রকল্পে কাজ করার সুযোগ পাবেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ জুন ২০২৫ ১৬:৩৯
Share:

ইন্ডিয়ান কাউন্সিল ফর মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)। ছবি: সংগৃহীত।

দিল্লির আইসিএমআর-এ কর্মখালি। ওই প্রতিষ্ঠানের অধীনস্থ ন্যাশনাল ইনস্টিটিউট অফ ম্যালেরিয়া রিসার্চ-এর গবেষণা প্রকল্পে প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট পদে কর্মী নিয়োগ করবে। শূন্যপদ তিনটি।

Advertisement

উল্লিখিত পদে লাইফ সায়েন্সে বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদের নিয়োগ করা হবে। তাঁদের বয়স ৩৫ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। গবেষণাগারে কাজের পূর্ব অভিজ্ঞতা থাকলে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।

সংশ্লিষ্ট পদে নিযুক্তদের জন্য প্রতি মাসে ২৮ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে বরাদ্দ করা হয়েছে। ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করে নেওয়া হবে। এ জন্য আলাদা করে আবেদনপত্র জমা দিতে হবে না।

Advertisement

২৩ এবং ৩০ জুন নয়া দিল্লি এবং ত্রিপুরায় ইন্টারভিউ নেওয়া হবে। ওই দিনই সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টার মধ্যে নাম নথিভুক্তকরণের কাজ সম্পূর্ণ করার জন্য আগ্রহীদের উপস্থিত থাকা প্রয়োজন। এই বিষয়ে আরও জানতে আইসিএমআর-এর ওয়েবসাইট (www.icmr.gov.in) দেখে নেওয়া যেতে পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement