Sikkim University Recruitment 2025

সিকিম বিশ্ববিদ্যালয়ের উচ্চপদে কর্মখালি, কারা আবেদন করবেন?

আবেদনকারীদের অন্তত ১৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন। তাঁদের বয়স ৬২ বছরের মধ্যে হতে হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ জুন ২০২৫ ১৬:২৯
Share:

সিকিম বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

কন্ট্রোলার অফ এগজ়ামিনেশন (পরীক্ষা নিয়ামক) পদে কর্মী নিয়োগ করবে সিকিম বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, সংশ্লিষ্ট পদে নিযুক্তের বয়স ৬২ বছরের মধ্যে হতে হবে। শূন্যপদ একটি।

Advertisement

সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্ন হওয়া প্রয়োজন। একই সঙ্গে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে অন্তত ১৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। তবে ডেপুটি রেজিস্ট্রার কিংবা সমতুল্য পদে অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিকে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।

নিযুক্তের জন্য সপ্তম পে কমিশন নির্ধারিত লেভেল ১১-এর অধীনে বেতন বরাদ্দ করা হয়েছে। ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাইয়ের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।অনলাইনে এ জন্য আলাদা করে আবেদন জমা দিতে হবে। আবেদনমূল্য ১,০০০ টাকা।

Advertisement

আবেদনের জন্য অনলাইনে ফর্মপূরণ করে সমস্ত নথি পাঠানো প্রয়োজন। সিকিম বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.cus.ac.in) গিয়ে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement