আইআইইএসটি, শিবপুর। সংগৃহীত ছবি।
শিবপুরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি (আইআইইএসটি)-এ কর্মখালি। মঙ্গলবার সে সংক্রান্ত নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে প্রতিষ্ঠানের তরফে। বিজ্ঞপ্তিতে প্রকাশ, প্রতিষ্ঠানের একটি কেন্দ্রে কাজের সুযোগ রয়েছে। এর জন্য আগ্রহীদের অনলাইন এবং অফলাইন— উভয় মাধ্যমেই আবেদন জমা নেওয়া হবে।
প্রতিষ্ঠানের টেগোর সেন্টার ফর গ্রিন টেকনোলজি বিজ়নেস ইনকিউবেশনের জন্য এই নিয়োগ। নিয়োগ হবে জেনারেল ম্যানেজার পদে। শূন্যপদ একটি। চুক্তিভিত্তিক এই পদে প্রথমে এক বছরের জন্য নিযুক্ত ব্যক্তিকে বহাল রাখা হবে। যে মেয়াদ পরবর্তীকালে শর্তসাপেক্ষে বাড়ানো হতে পারে।
সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের বয়স অনূর্ধ্ব ৬২ বছর হতে হবে। বছরের মধ্যে হতে হবে। নিযুক্ত ব্যক্তির পারিশ্রমিক হবে মাসে ৭০,০০০ টাকা।
সংশ্লিষ্ট পদে আবেদন জানাতে প্রার্থীদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক হতে হবে। যাঁদের বিজ্ঞানে স্নাতকোত্তরের পাশাপাশি বিজ়নেস ম্যানেজেমেন্টেও স্নাতকোত্তর যোগ্যতা রয়েছে, তাঁরাও এই পদে আবেদন করতে পারবেন। এ ছাড়া প্রয়োজন ১০ বছরের পেশাগত অভিজ্ঞতার। যোগ্যতার অন্য মাপকাঠিগুলি মূল বিজ্ঞপ্তিতে বিশদে উল্লেখ করা হয়েছে।
আগ্রহীদের আবেদনপত্র-সহ অন্য নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত মেল আইডি এবং ঠিকানায় পাঠিয়ে আবেদন করতে হবে। গিয়ে সমস্ত তথ্য-সহ আবেদন জানাতে হবে। আগামী ৩০ জুন আবেদনের শেষ দিন।