— ফাইল চিত্র।
ইনফরমেশন টেকনোলজি (আইটি) বিভাগের অভিজ্ঞ কর্মীদের আবেদন চেয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আইআইটি, ভুবনেশ্বর। প্রতিষ্ঠানের রিসার্চ অ্যান্ড অন্ত্রেপ্রেনিয়রশিপ পার্ক-এ তাঁদের নিয়োগ করা হবে। কাজ করতে হবে সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট এবং জুনিয়র আইটি সাপোর্ট কাম ডেভেলপার পদে। শূন্যপদ দু’টি।
উল্লিখিত পদে ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন, কম্পিউটার সায়েন্সেস অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স, আইটি— এর মধ্যে যে কোনও বিষয়ে স্নাতকেরা আবেদন করতে পারবেন। তাঁদের কম্পিউটার নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার, ডেটা আর্কিটেকচার, ডেটা সেন্টার অপারেশন, ওয়াটার ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম-এর মতো কাজে অন্তত তিন থেকে ১০ বছরের পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে।
কোনও ব্যক্তির যদি ন্যাশনাল হাইড্রোলজি প্রজেক্টের অধীনে কাজের পূর্ব অভিজ্ঞতা থেকে থাকে, সে ক্ষেত্রে তাঁকে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। উল্লিখিত পদে অনূর্ধ্ব ৪২ বছর বয়সিদের নিয়োগ করা হবে। প্রতি মাসের বেতন হিসাবে সিনিয়র সিস্টেম অ্যানালিস্টের জন্য ১ লক্ষ টাকা এবং জুনিয়র আইটি সাপোর্ট কাম ডেভেলপারের জন্য ৪০ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে।
আগ্রহীদের আইআইটি ভুবনেশ্বরের ওয়েবসাইট মারফত ফর্ম পূরণ করে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনের শেষ দিন ২১ জানুয়ারি। বাছাই করা প্রার্থীদের ইন্টারভিউ বা লিখিত পরীক্ষার মাধ্যমে যোগ্যতা যাচাই করা হবে।