Career in Consultant Jobs

কন্টেন্ট ক্রিয়েশন, গ্রাফিক ডিজ়াইনিংয়ে দক্ষরা পেতে পারেন কাজের সুযোগ, কোথায় হবে নিয়োগ?

ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চের নয়াদিল্লির দফতরে কর্মী নিয়োগ করা হবে। নিযুক্তদের জন্য প্রতি মাসে ৪২ হাজার টাকা থেকে ১ লক্ষ ৮০ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে বরাদ্দ করা হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ জুন ২০২৫ ১৫:১৮
Share:

সমাজমাধ্যমে কন্টেন্ট ক্রিয়েশনের অভিজ্ঞতা কিংবা গ্রাফিক ডিজ়াইনিংয়ে দক্ষতা থাকা প্রয়োজন। প্রতীকী চিত্র।

সমাজমাধ্যমে কন্টেন্ট ক্রিয়েশনের অভিজ্ঞতা রয়েছে? কিংবা গ্রাফিক ডিজ়াইনিংয়ে দক্ষ? এমন প্রার্থীরা ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চের নয়াদিল্লির দফতরে কাজের সুযোগ পেতে পারেন। তাঁদের ইয়ং প্রফেশনাল এবং পরামর্শদাতা (কনসালট্যান্ট) পদে নিয়োগ করা হবে। শূন্যপদ ১০টি।

Advertisement

ইয়ং প্রফেশনাল পদে অনূর্ধ্ব ৪০ বছর বয়সিদের নিয়োগ করা হবে। সংশ্লিষ্ট পদের জন্য লাইফ সায়েন্স, ফার্মাসি, সোশ্যাল ওয়ার্ক, সোশিয়োলজির মধ্যে যে কোনও একটি বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্নেরা আবেদনের সুযোগ পাবেন। তবে তাঁদের সমাজমাধ্যমে কন্টেন্ট ক্রিয়েশন, ভিডিয়ো এডিটিং সম্পর্কিত বিষয়ে দক্ষ এবং অভিজ্ঞ হতে হবে। পারিশ্রমিক ৪২ হাজার টাকা।

উল্লিখিত পদে আরও কিছু ব্যক্তিকে নিয়োগ করা হবে, যাঁদের টেকনিক্যাল বিভাগে কাজ করতে হবে। এ ক্ষেত্রে, স্ট্যাটিস্টিক্স, ডেটা সায়েন্সে স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্নরা অগ্রাধিকার পাবেন।

Advertisement

পরামর্শদাতা (কনসালট্যান্ট) পদে কলা, বিজ্ঞান কিংবা বাণিজ্য শাখার কোনও বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্নেরা আবেদন করতে পারবেন। তবে তাঁদের গ্রাফিক ডিজ়াইনিংয়ে দক্ষ হতে হবে। বিশেষ করে সমাজমাধ্যমে পোস্ট ডিজ়াইন করা, শর্ট অ্যানিমেশন, ইনফো গ্রাফিকের কাজ জানা আবশ্যক। ৪০ থেকে ৭০ বছর বয়সিরা উল্লিখিত পদের জন্য আবেদনের সুযোগ পাবেন। পারিশ্রমিক ১,০০,০০০ থেকে ১,৮০,০০০ টাকা।

একই ভাবে, সংশ্লিষ্ট পদে পাবলিক হেল্‌থ বিভাগেও কর্মী নিয়োগ করা হবে। এ ক্ষেত্রে গণজ্ঞাপন, মিডিয়া স্টাডিজ়, ফিল্ম প্রোডাকশন, পাবলিক হেল্‌থ বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্নেরা আবেদনের সুযোগ পাবেন।

ইমেল মারফত আগ্রহীদের আবেদন গ্রহণ করা হবে। আবেদনের শেষ দিন ১০ জুন। লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে তাঁদের যোগ্যতা যাচাইয়ের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। নিযুক্তেরা এক বছরের চুক্তিতে কাজ করার সুযোগ পাবেন। এই সংক্রান্ত বিষয়ে বিস্তারিত জানতে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চের ওয়েবসাইটে (www.icmr.gov.in) গিয়ে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement