CDAC Recruitment 2025

১০ বছরের বেশি কাজের অভিজ্ঞতা রয়েছে? চাকরি পেতে পারেন কেন্দ্রীয় সরকার অধীনস্থ সংস্থায়

সেন্টার ফি ডেভেলপমেন্ট অফ অ্যাডভান্সড কম্পিউটিং (সিড্যাক) মোট ৮টি পদে কর্মী নিয়োগ করবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ জুন ২০২৫ ১৩:২৮
Share:

সেন্টার ফর ডেভেলপমেন্ট অফ অ্যাডভান্সড কম্পিউটিং (সিড্যাক)। ছবি: সংগৃহীত।

১৮ থেকে ২১ বছরের কাজের অভিজ্ঞতা রয়েছে? স্নাতকোত্তর যোগ্যতা অর্জন করেছেন? এমন প্রার্থীদের সেন্টার ফি ডেভেলপমেন্ট অফ অ্যাডভান্সড কম্পিউটিং (সিড্যাক) নিয়োগ করবে। তবে তাঁদের সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করা হবে। শূন্যপদ আটটি।

Advertisement

কোন কোন পদে নিয়োগ?

  • মিশন কো-অর্ডিনেটর
Advertisement
  • প্রোগ্রাম ডিরেক্টর
  • প্রজেক্ট ডিরেক্টর
  • ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর
  • অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার
  • সিনিয়র ম্যানেজার

যোগ্যতা এবং শর্তাবলি:

ইঞ্জিনিয়ারিং শাখার কোনও বিষয়ে কিংবা কম্পিউটার অ্যাপ্লিকেশনে স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্নরা মিশন কো-অর্ডিনেটর, প্রোগ্রাম ডিরেক্টর, প্রজেক্ট ডিরেক্টর এবং ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর পদে চাকরির সুযোগ পাবেন। এ ক্ষেত্রে তাঁদের ১৩ থেকে ২১ বছরের কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন। উল্লিখিত বিষয়ে পিএইচডি সম্পূর্ণ করে থাকলে, নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।

অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার পদে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের নিয়োগ করা হবে। সিনিয়র ম্যানেজার পদে নিযুক্তের বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশন বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্ন হওয়া প্রয়োজন। এ ক্ষেত্রে ১২ থেকে ১৭ বছরের কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক।

বয়স:

মিশন কো-অর্ডিনেটর, প্রোগ্রাম ডিরেক্টর, প্রজেক্ট ডিরেক্টর এবং ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর পদে নিযুক্তদের বয়স ৫০ থেকে ৬৩ বছরের মধ্যে হতে হবে।

অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার পদে ৫৬ বছর এবং সিনিয়র ম্যানেজার পদে ৫০ বছর বয়সিদের নিয়োগ করা হবে।

পারিশ্রমিক:

পদের ভিত্তিতে ১,৫০,০০০ থেকে ২,৮০,০০০ টাকা প্রতি মাসে পারিশ্রমিক হিসাবে দেওয়া হবে।

কাজের মেয়াদ:

দু’বছরের কাজের মেয়াদে নিযুক্তদের বহাল রাখা হবে।

আবেদন সংক্রান্ত শর্তাবলি:

অনলাইনে নাম নথিভুক্ত করে আবেদন করতে হবে। আবেদনপত্র পাঠানোর শেষ দিন ১৪ জুন। আগামী ১৯ জুন ইন্টারভিউ নেওয়া হবে।

এই বিষয়ে আরও জানতে সিড্যাক-এর ওয়েবসাইটে (www.cdac.in) গিয়ে মূল বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যেতে পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement