ISRO Recruitment 2025

টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট-সহ একাধিক পদে কর্মী নিয়োগ, স্নাতকদের চাকরির সুযোগ ইসরোর

ইসরো অধীনস্থ বিক্রম সারাভাই স্পেস সেন্টার, অ্যাডভান্সড ডেটা প্রসেসিং রিসার্চ ইনস্টিটিউট এবং নর্থ ইস্টার্ন স্পেস অ্যাপ্লিকেশনস সেন্টারের ৮৩টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ জুন ২০২৫ ১৫:০১
Share:

ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র (ইসরো)। ছবি: সংগৃহীত।

স্নাতকরা ইসরোতে চাকরির সুযোগ পেতে পারেন। বিক্রম সারাভাই স্পেস সেন্টার, অ্যাডভান্সড ডেটা প্রসেসিং রিসার্চ ইনস্টিটিউট এবং নর্থ ইস্টার্ন স্পেস অ্যাপ্লিকেশনস সেন্টারের টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট এবং লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী নিয়োগ করা হবে। মোট ৮৯টি শূন্যপদ রয়েছে।

Advertisement

কারা আবেদন করতে পারবেন?

  • রসায়ন, পদার্থবিদ্যায় স্নাতকরা সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট পদে কাজের সুযোগ পাবেন।
Advertisement
  • সিভিল, ইলেক্ট্রনিক্স, ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, কম্পিউটার সায়েন্স, ইলেক্ট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন, কেমিক্যাল, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং কিংবা সমতুল্য বিষয়ে ডিপ্লোমা অর্জন করেছেন, এমন ব্যক্তিদের টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হবে।
  • লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট হিসাবে লাইব্রেরি সায়েন্স, লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সে স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্নদের নিয়োগ করা হবে।

আবেদনের শর্তাবলি:

আগ্রহীদের অনলাইনে আবেদন জমা দিতে হবে। আবেদনের শেষ দিন ১৮ জুন। কী ভাবে নিয়োগ করা হবে, চুক্তির মেয়াদ, পারিশ্রমিক সম্পর্কিত বিষয়ে বিশদ জানতে বিক্রম সারাভাই স্পেস সেন্টারের ওয়েবসাইটে (www.vssc.gov.in) মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement