ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র (ইসরো)। ছবি: সংগৃহীত।
স্নাতকরা ইসরোতে চাকরির সুযোগ পেতে পারেন। বিক্রম সারাভাই স্পেস সেন্টার, অ্যাডভান্সড ডেটা প্রসেসিং রিসার্চ ইনস্টিটিউট এবং নর্থ ইস্টার্ন স্পেস অ্যাপ্লিকেশনস সেন্টারের টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট এবং লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী নিয়োগ করা হবে। মোট ৮৯টি শূন্যপদ রয়েছে।
কারা আবেদন করতে পারবেন?
আবেদনের শর্তাবলি:
আগ্রহীদের অনলাইনে আবেদন জমা দিতে হবে। আবেদনের শেষ দিন ১৮ জুন। কী ভাবে নিয়োগ করা হবে, চুক্তির মেয়াদ, পারিশ্রমিক সম্পর্কিত বিষয়ে বিশদ জানতে বিক্রম সারাভাই স্পেস সেন্টারের ওয়েবসাইটে (www.vssc.gov.in) মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।