— প্রতিনিধিত্বমূলক চিত্র।
রাজ্যের পরিবেশ বিভাগে গবেষক প্রয়োজন। ওই বিভাগের অধীন ইনস্টিটিউট অফ এনভায়রনমেন্টাল স্টাডিজ় অ্যান্ড ওয়েটল্যান্ড ম্যানেজমেন্ট-এর গবেষণার জন্য যোগ্য ব্যক্তিদের আবেদন চাওয়া হয়েছে। শূন্যপদ একটি।
ফসলের উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য কচুরিপানাকে কী ভাবে ব্যবহার করা যেতে পারে, তা নিয়ে গবেষণা চলছে ওই প্রতিষ্ঠানে। সেই কাজের জন্য একজন জুনিয়র রিসার্চ ফেলো প্রয়োজন। ওই কাজে ২৪ মাসের চুক্তিতে বহাল রাখা হবে নিযুক্তকে।
সংশ্লিষ্ট পদের জন্য উদ্ভিদবিদ্যা, রসায়ন, পরিবেশ বিজ্ঞান, কৃষি বিজ্ঞান, মেরিন সায়েন্স, মাইক্রোবায়োলজি বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্নেরা আবেদনের সুযোগ পাবেন। তাঁদের পরিবেশ সংরক্ষণ কিংবা বর্জ্য ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয়ে কাজের অন্তত দু’বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
অনূর্ধ্ব ৪০ বছর বয়সিরা ওই পদে কাজের সুযোগ পাবেন। তাঁদের ডাকযোগে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনের সময় জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতা এবং কর্মজীবনের শংসাপত্রের মতো নথিও পাঠানো প্রয়োজন। আবেদনের শেষ দিন ২৮ জানুয়ারি।