IB Recruitment 2025

ইন্টেলিজেন্স ব্যুরোতে ইঞ্জিনিয়ার প্রয়োজন, স্নাতক উত্তীর্ণেরাও করতে পারেন আবেদন

১৮ থেকে ২৭ বছর বয়সিরা ইন্টেলিজেন্স ব্যুরোতে চাকরির সুযোগ পেতে পারেন। তাঁদের প্রতি মাসে ২৫,৮০০ থেকে ৮১,১০০ টাকা বেতনক্রমে পারিশ্রমিক দেওয়া হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ অগস্ট ২০২৫ ১৬:১৯
Share:

কেন্দ্রীয় গৃহ মন্ত্রকের অধীনে চাকরির সুযোগ। ছবি: সংগৃহীত।

স্নাতক উত্তীর্ণেরা কেন্দ্রীয় গৃহ মন্ত্রকের অধীনে চাকরির সুযোগ পেতে পারেন। ইন্টেলিজেন্স ব্যুরোর ‘জুনিয়র ইন্টেলিজেন্স অফিসার’ পদে বিজ্ঞান এবং ইঞ্জিনিয়ারিং শাখার নির্দিষ্ট বিষয়ে স্নাতক এবং ডিপ্লোমাধারীদের নিয়োগ করা হবে। মোট ৩৯৪ টি শূন্যপদ রয়েছে।

Advertisement

আবেদন করতে পারবেন কারা?

১. ইলেকট্রনিক্স, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন, ইনফরমেশন টেকনোলজি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক হয়েছেন কিংবা ডিপ্লোমা সম্পূর্ণ করেছেন যাঁরা।

Advertisement

২. পদার্থবিদ্যা, গণিত, কম্পিউটার অ্যাপ্লিকেশনে স্নাতকেরা।

বয়স এবং বেতন:

  • নিযুক্তদের বয়স ১৮ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে।
  • তাঁদের প্রতি মাসে ২৫,৮০০-৮১,১০০ টাকা বেতনক্রমে পারিশ্রমিক দেওয়া হবে।

যোগ্যতা যাচাই:

লিখিত পরীক্ষা, দক্ষতার পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করে নেওয়া হবে। কলকাতা, শিলিগুড়ি, বর্ধমান, কল্যাণী-সহ দেশের মোট ১৪৭টি কেন্দ্রে পরীক্ষা দেওয়ার সুযোগ রয়েছে। তবে, ফর্ম পূরণের পর পরীক্ষাকেন্দ্র আর বদলানো যাবে না।

গুরুত্বপূর্ণ তারিখ:

২৩ অগস্ট থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে নাম নথিভুক্ত করে আবেদন জমা দেওয়া যাবে। ৬৫০ টাকা আবেদন এবং পরীক্ষার ফি হিসাবে ধার্য করা হয়েছে। ওই ফি জমা দেওয়ার শেষ দিন ১৬ সেপ্টেম্বর।

আবেদন কী ভাবে?

ন্যাশনাল কেরিয়ার সার্ভিস (ncs.gov.in) এবং কেন্দ্রীয় গৃহ মন্ত্রকের (mha.gov.in) ওয়েবসাইট মারফত আবেদন গ্রহণ করা হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement