ইনস্টিটিউট অফ পোস্ট গ্র্যাজুয়েট মেডিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ, কলকাতা। নিজস্ব চিত্র।
ইনস্টিটিউট অফ পোস্ট গ্র্যাজুয়েট মেডিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইপিজিএমইআর), কলকাতায় কর্মখালি। ওই প্রতিষ্ঠানে হাউস স্টাফ হিসাবে কাজ করতে হবে। মোট শূন্যপদ ১৮।
সংশ্লিষ্ট পদে ২০২১ কিংবা তার পরের শিক্ষাবর্ষে আইপিজিএমইআর থেকে এমবিবিএস সম্পূর্ণ করেছেন, এমন ব্য়ক্তিদের নিয়োগ করা হবে। এ ক্ষেত্রে তাঁদের অন্তত ১২ মাসের ইন্টার্নশিপ এবং হাউস স্টাফ হিসাবে কাজের অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়।
নিযুক্তদের গাইনোকোলজি অ্যান্ড অবস্টেট্রিকস, অ্যানাস্থেশিয়োলজি, পালমোলারি মেডিসিন-সহ ন’টি বিভাগে কাজ করতে হবে। কাউন্সেলিংয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে, এর জন্য আালাদা করে আবেদন জমা দিতে হবে।
আবেদনের শেষ দিন ২০ ফেব্রুয়ারি। ইমেল মারফত ওই আবেদনপত্র জমা দিতে হবে। বাছাই করা প্রার্থীদের কাউন্সেলিংয়ের জন্য ডেকে নেওয়া হবে। এই মর্মে আরও তথ্য জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।