Research Associate Jobs

রিসার্চ অ্যাসোসিয়েট হতে কোন যোগ্যতা থাকা প্রয়োজন? বিশদ জানাল আইপিজিএমইআর

কাজের পূর্ব অভিজ্ঞতা থাকলে রিসার্চ অ্যাসোসিয়েট হিসাবে কাজের সুযোগ মিলতে পারে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ জুলাই ২০২৫ ১৫:৩৫
Share:

ইনস্টিটিউট অফ পোস্ট গ্র্যাজুয়েট মেডিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইপিজিএমইআর), কলকাতা। ছবি: সংগৃহীত।

রিসার্চ অ্যাসোসিয়েট হিসাবে কাজ করতে চান? সুযোগ দেবে ইনস্টিটিউট অফ পোস্ট গ্র্যাজুয়েট মেডিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইপিজিএমইআর), কলকাতা। ওই প্রতিষ্ঠানের একটি গবেষণা প্রকল্পে কাজের জন্য ওই পদে কর্মী প্রয়োজন। তবে, শূন্যপদ ক’টি, সেই বিষয়ে প্রকাশিত নিয়োগ-বিজ্ঞপ্তিতে কোনও তথ্য জানানো হয়নি।

Advertisement

ব্যাচেলর অফ মেডিসিন, ব্যাচেলর অফ সার্জারি (এমবিবিএস) ডিগ্রি অর্জন করেছেন, এমন ব্যক্তিরা উল্লিখিত পদে কাজের জন্য আবেদন করতে পারবেন। তবে ওই ডিগ্রির সঙ্গে ডক্টর অফ মেডিসিন (এমডি), ডক্টরেট অফ মেডিসিন (ডিএম), ডিপ্লোম্যাট অফ ন্যাশনাল বোর্ড (ডিএনবি) কিংবা সমতুল পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি/ডিপ্লোমা থাকা আবশ্যক।

তবে, ইঞ্জিনিয়ারিং শাখার কোনও বিষয়ে স্নাতক হয়েছেন, এমন ব্যক্তিরাও উল্লিখিত পদে কাজের জন্য আবেদন করতে পারবেন। যদিও উভয় ক্ষেত্রে ন্যূনতম তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক। প্রার্থীদের বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে।

Advertisement

সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে। ওই সময় তাঁদের কাছে জীবনপঞ্জি, ছবি, সরকারি পরিচয়পত্রের প্রতিলিপি, শিক্ষাগত যোগ্যতা এবং কর্মজীবনের শংসাপত্রও সঙ্গে রাখা আবশ্যক। এই বিষয়ে আরও বিশদ তথ্যের জন্য মূল বিজ্ঞপ্তিটি আইপিজিএমইআর, কলকাতার ওয়েবসাইট (ipgmer.gov.in) থেকে দেখে নিতে পারেন। ৩১ জুলাই বেলা ১২টা নাগাদ ওই ইন্টারভিউ নেওয়া হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement