প্রতীকী চিত্র।
রাজ্যের সরকারি মেডিক্যাল কলেজে চিকিৎসক পদে কর্মখালি। এ কথা জানিয়ে রাজ্য স্বাস্থ্য দফতরের ওয়েবসাইটে নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জানানো হয়েছে, উত্তরবঙ্গের জলপাইগুড়ি সরকারি মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে চুক্তির ভিত্তিতে নিয়োগ হবে।
হাসপাতালে সিনিয়র রেসিডেন্ট পদে কর্মী নিয়োগ করা হবে। মোট শূন্যপদ ৯টি। হাসপাতালের কমিউনিটি মেডিসিন, জেনারেল মেডিসিন, অ্যানাস্থেশিয়োলজি, প্যাথোলজি, সাইকিয়াট্রি, মাইক্রোবায়োলজি, ফরেন্সিক মেডিসিন অ্যান্ড টক্সিকোলজি, ইএনটি এবং অর্থোপেডিক্স বিভাগে নিযুক্তদের কাজ করতে হবে। মোট শূন্যপদ রয়েছে ন’টি। সংশ্লিষ্ট পদে ছ’মাসের চুক্তিতে কর্মী নিয়োগ করা হবে। এর পর এই মেয়াদ বাড়ানো হতে পারে।
সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের বয়স অনূর্ধ্ব ৪৫ বছর হতে হবে। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। প্রার্থীদের সংশ্লিষ্ট বিষয়ে এমডি, এমএস বা ডিএনবি যোগ্যতা থাকতে হবে।
আগামী ১ ডিসেম্বর দুপুর ১টা থেকে হাসপাতালে নিয়োগের ইন্টারভিউয়ের আয়োজন করা হবে। ওই দিন প্রার্থীদের বিজ্ঞপ্তি মোতাবেক ফরম্যাটে আবেদনপত্র-সহ অন্য নথি নিয়ে সকাল ১১টা থেকে সাড়ে ১২টার মধ্যে উপস্থিত হতে হবে। এ বিষয়ে বাকি তথ্য রাজ্য স্বাস্থ্য দফতরের ওয়েবসাইটে প্রকাশিত মূল বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।