রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির, বেলুড়। ছবি: সংগৃহীত।
গবেষক নিয়োগ করা হবে বেলুড়ের রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরে। এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে। জানানো হয়েছে, প্রতিষ্ঠানে স্তন ক্যানসার নিয়ে গবেষণার কাজ হবে। প্রকল্পে অস্থায়ী ভাবে কাজ করতে হবে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে। এ জন্য পড়ুয়ারা অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের প্রাণিবিদ্যা বিভাগে গবেষণা প্রকল্পের কাজ হবে। প্রকল্পের নাম— ‘ইনভেস্টিগেটিং দ্য রোল অফ ইগ্যাস-স্টিং ইমিউন পাথওয়ে ইন ব্রেস্ট ক্যানসার’। প্রকল্পটি রাজ্য সরকারের বিজ্ঞান, প্রযুক্তি এবং বায়োটেকনোলজি (ডব্লিউবিডিএসটিবিটি)-র অর্থপুষ্ট।
প্রকল্পে একজন জুনিয়র রিসার্চ ফেলো নিয়োগ করা হবে। নিযুক্তের কাজের মেয়াদ থাকবে তিন বছর পর্যন্ত। তাঁকে প্রথম দু’বছরে সাম্মানিক বাবদ মাসে ২৫,০০০ টাকা এবং তৃতীয় বছরে সাম্মানিক বাবদ মাসে ৩০,০০০ টাকা দেওয়া হবে।
আবেদনকারীদের প্রাণিবিদ্যা, বায়োটেকনোলজি, জীবনবিজ্ঞান, বায়োকেমিস্ট্রি, মলিকিউলার বায়োলজি বা সম্পর্কিত বিষয়ে স্নাতকোত্তর পর্যায়ে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর থাকতে হবে। মলিকিউলার বায়োলজি এবং সেল কালচার নিয়ে গবেষণাধর্মী কাজের অভিজ্ঞতা থাকলে মিলবে অগ্রাধিকার।
প্রার্থীরা মূল বিজ্ঞপ্তিতে উল্লিখিত ই-মেল আইডি-তে আবেদনপত্র-সহ বাকি নথি পাঠিয়ে আবেদন জানাতে হবে। আগামী ২৬ নভেম্বর আবেদনের শেষ দিন। এর পর ইন্টারভিউয়ের মাধ্যমে সংশ্লিষ্ট পদে নিয়োগ হবে। এ বিষয়ে বাকি তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।