প্রতীকী চিত্র।
গবেষণাধর্মী কাজের জন্য কর্মী নিয়োগ করবে ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়োমেডিক্যাল জেনোমিক্স (এনআইবিএমজি), কল্যাণী। সেখানে চুক্তিভিত্তিক কাজের জন্য গবেষক প্রয়োজন। বিজ্ঞপ্তিতে এমনই জানিয়েছে প্রতিষ্ঠানের ওয়েবসাইট।
প্রতিষ্ঠানের গবেষণা প্রকল্পটির নাম — ‘ইনসাকগ-ওয়েস্টওয়াটার সার্ভেলেন্স অফ সার্স কোভ-২, এমার্জিং প্যাথোজেন্স অ্যান্ড অ্যান্টিমাইক্রোবিয়াল রেসিস্টেন্স থ্রু জেনোমিক্স-বেসড মেথডস’। প্রকল্পটি রাষ্ট্রায়ত্ত সংস্থা বায়োটেকনোলজি ইন্ডাস্ট্রি রিসার্চ অ্যাসিস্ট্যান্স কাউন্সিল বা বাইর্যাক-এর অর্থপুষ্ট।
প্রকল্পের জন্য একজন প্রজেক্ট সায়েন্টিস্ট-২ নিয়োগ করা হবে। নিযুক্ত ব্যক্তির কাজের মেয়াদ থাকবে এক বছর। এর পর কর্মদক্ষতা এবং প্রকল্পের প্রয়োজনে এই মেয়াদ বাড়ানো হতে পারে।
সংশ্লিষ্ট পদে অনূর্ধ্ব ৪০ বছর বয়সিরা আবেদন করতে পারবেন। সংরক্ষিতদের জন্য থাকবে ছাড়। নিযুক্ত ব্যক্তির পারিশ্রমিক হবে ৬৭,০০০ টাকা। এ ছাড়া দেওয়া হবে বাড়িভাড়া বাবদ ভাতাও। প্রার্থীদের জীবনবিজ্ঞানে পিএইচডি-সহ তিন বছরের গবেষণার কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
আগ্রহীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত ই-মেল আইডি-তে জীবনপঞ্জি-সহ বাকি তথ্য পাঠিয়ে আবেদন করতে হবে। আগামী ২৩ নভেম্বর আবেদনের শেষ দিন। এর পর অনলাইন ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে সংশ্লিষ্ট পদে কর্মী নিয়োগ করা হবে। এ বিষয়ে বাকি তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।