সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়, কলকাতা। ছবি: সংগৃহীত।
রাজারহাটের সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ে কাজের সুযোগ। বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে, অফিসার পদমর্যাদায় কর্মী নিয়োগ করা হবে। এ জন্য প্রার্থীদের থেকে অনলাইন এবং অফলাইনে আবেদনপত্র গ্রহণ করা হবে।
বিশ্ববিদ্যালয়ে নিয়োগ হবে ট্রেনিং অ্যান্ড প্লেসমেন্ট অফিসার পদে। বিজ্ঞপ্তিতে শূন্যপদের সংখ্যা উল্লেখ করা হয়নি। নিযুক্তদের বেতন হবে মাসে ১,২০,০০০ থেকে ১,৫০,০০০ টাকা।
সংশ্লিষ্ট পদে ৪০ থেকে ৫০ বছর বয়সিরা আবেদন জানাতে পারবেন। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। পাশাপাশি, যে কোনও বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা অথবা পিজিডিএম বা পিজিডিবিএম ডিগ্রিতে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর থাকলে আবেদন করা যাবে। প্রয়োজন আট বছরের পেশাগত অভিজ্ঞতাও।
প্রার্থীদের এ জন্য বিজ্ঞপ্তিতে উল্লিখিত লিঙ্কে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। এর পর আবেদনপত্র-সহ অন্য নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানাতে ডাকযোগে পাঠিয়ে দিতে হবে। অনলাইন এবং অফলাইনে আবেদন জানানো যাবে ৩০ নভেম্বর এবং ৩ ডিসেম্বরের মধ্যে। এর পর লিখিত পরীক্ষা, কম্পিউটার পরিচালনার দক্ষতা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে। এ বিষয়ে বাকি তথ্য জানার জন্য মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।