আইএসআই কলকাতা। ছবি: সংগৃহীত।
ঝাড়খণ্ডে মানুষের বসবাসযোগ্য সুস্থায়ী পরিবেশ গড়ে তোলা নিয়ে গবেষণাধর্মী কাজ হবে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট (আইএসআই)-এ। প্রতিষ্ঠানের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সেই প্রকল্পে কাজের জন্যই গবেষক প্রয়োজন। এ জন্য অনলাইনে ইচ্ছুক প্রার্থীদের থেকে আবেদন গ্রহণ করা হবে।
প্রতিষ্ঠানের গিরিডি ক্যাম্পাসের সোশিয়োলজিক্যাল রিসার্চ ইউনিটে গবেষণার কাজ হবে। প্রকল্পটির নাম— ‘বেসলাইন সার্ভে ফর ডিজ়াইনিং এ সিলেজ মডেল ইন ঝাড়খণ্ড ফর সাস্টেনেবল হিউম্যান হ্যাবিট্যাট’।
প্রকল্পে একজন প্রজেক্ট লিঙ্কড পার্সন নিয়োগ করা হবে। প্রথমে তাঁর কাজের মেয়াদ থাকবে ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত। এর পর তহবিল এবং নিযুক্ত ব্যক্তির কর্মদক্ষতার ভিত্তিতে এই মেয়াদ বাড়ানো হতে পারে।
সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের বয়স ৩৫ বছরের মধ্যে হওয়া জরুরি। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। নিযুক্ত ব্যক্তির সাম্মানিক হবে মাসে ৩০,০০০ টাকা।
আবেদনকারীদের অর্থনীতি, সমাজবিদ্যা বা সমাজবিজ্ঞানের অন্য বিষয় নিয়ে স্নাতকোত্তরে প্রথম বিভাগে উত্তীর্ণ হতে হবে। প্রয়োজন ন্যূনতম এক বছরের গবেষণা অভিজ্ঞতার। এ ছাড়া যোগ্যতার অন্য মাপকাঠির কথা মূল বিজ্ঞপ্তিতে বিশদ জানানো হয়েছে।
আগ্রহীরা কভার লেটার, আবেদনপত্র-সহ বাকি নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত ই-মেল আইডিতে পাঠিয়ে আবেদন করতে পারবেন। আগামী ২৮ নভেম্বর আবেদনের শেষ দিন। এর পর ইন্টারভিউ অথবা লিখিত পরীক্ষার মাধ্যমে নিয়োগ হবে।