NLSAT 2026

এনআইআরএফ র‍্যাঙ্কিং-এ প্রথম বেঙ্গালুরুর আইন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ, প্রবেশিকা কবে?

এনএলএসআইইউ বেঙ্গালুরুর তরফে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের জন্য এই ভর্তি প্রক্রিয়ার আয়োজন করা হচ্ছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ নভেম্বর ২০২৫ ১৯:৪৯
Share:

এনএলএসআইইউ, বেঙ্গালুরু। ছবি: সংগৃহীত।

বিগত বছরগুলির মতো চলতি বছরেও ন্যাশনাল ইনস্টিটিউশনাল র‍্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক (এনআইআরএফ)-এ দেশের আইন শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে প্রথম স্থানে ন্যাশনাল ল স্কুল অফ ইন্ডিয়া ইউনিভার্সিটি (এনএলএসআইইউ), বেঙ্গালুরু। সেই প্রতিষ্ঠানে উচ্চশিক্ষার জন্য আয়োজন করা হয় ন্যাশনাল ল স্কুল অ্যাডমিশনস টেস্ট-এর (এনএলস্যাট)। সম্প্রতি ২০২৬ সালের পরীক্ষার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে প্রতিষ্ঠানের তরফে।

Advertisement

এনএলএসআইইউ বেঙ্গালুরুর তরফে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের জন্য এই ভর্তি প্রক্রিয়ার আয়োজন করা হচ্ছে। ২০২৬ বছরের এনএলস্যাট পরীক্ষার আয়োজন করা হবে আগামী ২৬ এপ্রিল। পরীক্ষা হবে অফলাইন মাধ্যমে। চলবে আড়াই ঘণ্টা ধরে। পরীক্ষার মোট নম্বর ১৫০। প্রশ্নপত্রে পার্ট এ এবং পার্ট বি— দু’টি অংশ থাকবে। পার্ট এ-তে উত্তীর্ণেরা পার্ট বি-র পরীক্ষা দিতে পারবেন। পরীক্ষার্থীদের জন্য নেগেটিভ মার্কিং-এর ব্যবস্থাও থাকবে।

এনএলস্যাট পরীক্ষার মাধ্যমে পড়ুয়ারা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে বিএ এলএলবি অনার্স, মাস্টার অফ পাবলিক পলিসি এবং পিএইচডি প্রোগ্রামে ভর্তির সুযোগ পাবেন।

Advertisement

আগ্রহীরা প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়ে প্রবেশিকার লিঙ্কে ক্লিক করে সমস্ত নথি-সহ আবেদন জানাতে পারবেন। সংরক্ষিতদের ২০০০ টাকা এবং অসংরক্ষিতদের ২৫০০ টাকা আবেদনমূল্য জমা দিতে হবে। আবেদন প্রক্রিয়া শুরু ১৫ নভেম্বর থেকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement