MAKAUT Recruitment 2024

ম্যাকাউটে কম্পিউটার অ্যাপ্লিকেশন্স বিভাগে শিক্ষকতার সুযোগ, শূন্যপদ কতগুলি?

আগ্রহীদের এর জন্য জীবনপঞ্জি, কভার লেটার-সহ অন্যান্য নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় পাঠিয়ে আবেদন জানাতে হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০২৪ ১৭:০৮
Share:

ম্যাকাউট। সংগৃহীত ছবি।

শিক্ষক নিয়োগ করা হবে রাজ্যের মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি (ম্যাকাউট, পূর্বতন ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ টেকনোলজি)-তে। বুধবার এই মর্মে নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের তরফে। জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয়ের একটি বিভাগে বিভিন্ন বিষয় পড়ানোর জন্য নিয়োগ করা হবে শিক্ষকদের। এর জন্য আগ্রহীদের থেকে অনলাইনে আবেদন গ্রহণ করা হবে।

Advertisement

বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার অ্যাপ্লিকেশন্স বিভাগে এই নিয়োগ হবে গেস্ট ফ্যাকাল্টি বা অতিথি শিক্ষক পদে। শূন্যপদ রয়েছে ন’টি। নিযুক্তদের সংশ্লিষ্ট বিভাগে মেশিন লার্নিং বেসিক্স, অ্যানালিসিস অফ অ্যালগোরিদম, ইন্টারনেট টেকনোলজি, কম্পিউটার নেটওয়ার্কিং, কম্পিউটার অর্গানাইজ়েশন এবং কম্পিউটার ফান্ডামেন্টাল অ্যান্ড প্রোগ্রামিং কনসেপ্টের মতো নানা বিষয় পড়াতে হবে।

সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত নিয়ম মেনেই প্রার্থীদের জন্য বয়সসীমা স্থির করা হয়েছে। নিযুক্তদের পারিশ্রমিকও দেওয়া হবে প্রতিষ্ঠানের নিয়ম বা রাজ্য সরকার নির্ধারিত নিয়ম অনুযায়ী।

Advertisement

অতিথি শিক্ষক পদে আবেদনের জন্য প্রার্থীদের যে কোনও বিষয়ে বিই/ বিটেক-এর পর এমসিএ-তে ফার্স্ট ক্লাস নিয়ে উত্তীর্ণ হতে হবে। এ ছাড়া, বিজ্ঞপ্তিতে উল্লিখিত অন্যান্য যোগ্যতাসম্পন্ন ব্যক্তিরাও এই পদে আবেদন জানাতে পারবেন।

আগ্রহীদের এর জন্য জীবনপঞ্জি, কভার লেটার-সহ অন্যান্য নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় পাঠিয়ে আবেদন জানাতে হবে। আবেদনের শেষ দিন আগামী ৭ ডিসেম্বর। নিয়োগের বিষয়ে বাকি তথ্য জানতে প্রার্থীরা প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখে নিতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement