প্রতীকী চিত্র।
বিভিন্ন পদমর্যাদায় কাজের সুযোগ দেবে মালদহ জেলার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি। এই মর্মে জেলার প্রশাসনিক ওয়েবসাইটে নিয়োগ-বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। জানানো হয়েছে, জেলার বিভিন্ন এলাকায় জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে কাজের জন্য কর্মী নিয়োগ করা হবে। এ জন্য প্রার্থীদের থেকে অনলাইনে আবেদনপত্র গ্রহণ করা হবে।
জেলায় নিয়োগ হবে আরএমএনসিএইচ প্লাস এ কাউন্সেলর, প্যারামেডিক্যাল ওয়ার্কার, এনআরসি অ্যাটেন্ডেন্ট এবং ভিবিডি টেকনিক্যাল সুপারভাইসর পদে। শূন্যপদের সংখ্যা সাত।
উল্লিখিত পদগুলিতে আবেদন জানাতে প্রার্থীদের বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। পদ অনুযায়ী, নিযুক্তদের পারিশ্রমিক হবে মাসে ৫,০০০ টাকা থেকে শুরু করে সর্বাধিক ২২,০০০ টাকা।
বিভিন্ন পদে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ থেকে সমাজবিজ্ঞান নিয়ে স্নাতক যোগ্যতাসম্পন্নেরা আবেদন জানাতে পারবেন। যোগ্যতার বিস্তারিত মাপকাঠি মূল বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
পদগুলিতে নিয়োগের ক্ষেত্রে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা, পেশাগত অভিজ্ঞতা, লিখিত পরীক্ষা, কম্পিউটার পরীক্ষা অথবা ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করা হবে।
চাকরিপ্রার্থীদের এ জন্য রাজ্য স্বাস্থ্য দফতরের ওয়েসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। সংরক্ষিতদের ৫০ টাকা এবং অসংরক্ষিতদের ১০০ টাকা আবেদনমূল্য জমা দিতে হবে। আগামী ৩১ অক্টোবর আবেদনের শেষ দিন।