MSTC Limited Reruitment 2025

রাষ্ট্রায়ত্ত সংস্থায় প্রয়োজন মেডিক্যাল পরামর্শদাতা, কোন যোগ্যতা থাকলে করতে পারবেন আবেদন?

মেটাল স্ক্র্যাপ ট্রেড কর্পোরেশন লিমিটেড-এ (এমএসটিসি) অ্যালোপ্যাথিক অ্যান্ড জেনারেল মেডিসিন বিষয়ে বিশেষজ্ঞ প্রয়োজন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৫ ১৮:০০
Share:

এমএসটিসি, কলকাতা। ছবি: সংগৃহীত।

ব্যাচেলর অফ মেডিসিন, ব্যাচেলর অফ সার্জারি (এমবিবিএস) ডিগ্রিপ্রাপ্তেরা কলকাতার রাষ্ট্রায়ত্ত সংস্থায় চাকরির সুযোগ পাবেন। কলকাতার এমএসটিসি লিমিটেড (মেটাল স্ক্র্যাপ ট্রেড কর্পোরেশন লিমিটেড নাম পূর্ব পরিচিত)-এ মেডিক্যাল অ্যাডভাইজ়ার পদে নিয়োগ করা হবে। শূন্যপদ একটি।

Advertisement

মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া বা ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিল-এ আবেদনকারী এমবিবিএস ডিগ্রিপ্রাপ্তদের নাম নথিভুক্ত থাকা দরকার। এ ছাড়াও কোন সরকারি হাসপাতাল কিংবা নার্সিংহোমে মেডিক্যাল প্র্যাকটিশনার হিসাবে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

নিযুক্তের বয়স ২১ থেকে ৬২ বছরের মধ্যে হওয়া দরকার। তাঁকে প্রতি মাসে ৫০ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে দেওয়া হবে। প্রথম দু’বছর চুক্তির ভিত্তিতে তিনি কাজ করতে পারবেন, পরে ওই মেয়াদ আরও এক বছরের জন্য বৃদ্ধি পেতে পারে।

Advertisement

অনলাইনে আগ্রহীদের আবেদন গ্রহণ করা হবে। ১২ সেপ্টেম্বর আবেদনের শেষ দিন। ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে। কবে তা হবে, সংস্থার ওয়েবসাইট (mstcindia.co.in) মারফত সেই তথ্য জানা যাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement