RRB Section Controller Recruitment 2025

রেলের সেকশন কন্ট্রোলার হতে পারবেন স্নাতকেরাও! পাশ করতে হবে বিশেষ পরীক্ষায়

রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড-এর অধীনে সেকশন কন্ট্রোলার পদে কর্মী নিয়োগ করা হবে। এ জন্য আগ্রহীদের অনলাইনে আবেদন পাঠাতে হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৫ ১৬:৩১
Share:

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

রেলে চাকরির সুযোগ পেতে পারেন স্নাতকেরা। যে কোনও বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন, এমন ব্যক্তিরা সেকশন কন্ট্রোলার পদে কাজ করতে পারবেন। তবে, এ জন্য তাঁদের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। মোট পদ সংখ্যা ৩৬৮।

Advertisement

কম্পিউটার বেসড টেস্টে উত্তীর্ণ প্রার্থীদের যোগ্যতা যাচাইয়ের জন্য কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট উত্তীর্ণ হতে হবে। তার পর তাঁদের নথি যাচাইকরণ এবং স্বাস্থ্য পরীক্ষাও হবে। সব কিছু ঠিক থাকলে সেকশন কন্ট্রোলার পদে চাকরি পাওয়া যেতে পারে। উল্লিখিত পদের জন্য ২০ থেকে ৩৩ বছর বয়সিরা আবেদন করতে পারবেন।

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

অনলাইনে আগ্রহীদের আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনমূল্য হিসাবে ৫০০ টাকা বরাদ্দ করা হয়েছে। উল্লিখিত পদে নিযুক্তদের পূর্ব রেলের বিভিন্ন জ়োনে কাজ করতে হবে। এর মধ্যে রয়েছে কলকাতা, শিলিগুড়ি, মালদহও।

Advertisement

আবেদনের জন্য ১৫ সেপ্টেম্বর থেকে পোর্টাল চালু করা হয়েছে। আগামী ১৪ অক্টোবর পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। তথ্য সংশোধনের জন্য ১৭ অক্টোবর থেকে ২৬ অক্টোবর পর্যন্ত পোর্টাল চালু থাকছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement