Jobs in Murshidabad

অতিথি শিক্ষক নিয়োগ করবে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়, আবেদনের শেষ দিন কবে?

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আবেদনকারীদের যোগ্যতা ইন্টারভিউয়ের মাধ্যমে যাচাইয়ের সিদ্ধান্ত নিয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২৫ ১৪:০১
Share:

মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে অতিথি শিক্ষক নিয়োগ করা হবে। বিশ্ববিদ্যালয়ের তরফে এই মর্মে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। তাতে বলা হয়েছিল, প্রতিষ্ঠানের তরফে অতিথি শিক্ষক হিসাবে ১০টি বিভাগে কর্মী নিয়োগ করা হবে। সাম্প্রতিক বিজ্ঞপ্তিতে আবেদনের শেষ দিন ১৫ এপ্রিলের পরিবর্তে ১৯ এপ্রিল পর্যন্ত বর্ধিত করা হয়েছে।

Advertisement

অর্থনীতি, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, জ়ুলজি, ম্যাথমেটিক্স, পদার্থবিদ্যা, ফিজ়িয়োলজি, সেরিকালচার, আইন এবং সংস্কৃত বিষয়ে স্নাতকোত্তর সম্পন্ন ব্যক্তিরা অতিথি শিক্ষক পদে পদে আবেদন করতে পারবেন। এ ক্ষেত্রে তাঁদের ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট), স্টেট এলিজিবিলিটি টেস্ট (সেট) কিংবা স্টেট লেভেল এলিজিবিলিটি টেস্ট (স্লেট)— এর মধ্যে যে কোনও একটি পরীক্ষায় উত্তীর্ণ হওয়া আবশ্যক।

নিযুক্তদের কাজের মেয়াদ প্রাথমিক ভাবে ছ’মাস রাখা হয়েছে। এর পর তাঁদের কাজের দক্ষতার উপর নির্ভর করে এই মেয়াদ বৃদ্ধি পেতে পারে। বিশ্ববিদ্যালয়ের নিয়ম মেনেই তাঁদের প্রতি মাসে পারিশ্রমিক বরাদ্দ করা হবে।

Advertisement

আগ্রহীদের আবেদন ইমেল মারফত গ্রহণ করা হবে। কী ভাবে আবেদন পাঠাতে হবে, কী ভাবে যোগ্যতা যাচাই করা হবে, সে বিষয়ে সবিস্তার জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement