WB Govt Job 2026

প্রোটেকশন অফিসার চাই নদিয়া জেলা পরিষদে, আবেদন করবেন কী ভাবে?

সমাজসেবা, ইতিহাস, ভূগোল, ইংরেজি, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, সমাজবিদ্যা, আন্তর্জাতিক সম্পর্ক, আইন অথবা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা থাকা চাই।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ জানুয়ারি ২০২৬ ১৫:৪৫
Share:

প্রতীকী ছবি।

নদিয়ার প্রশাসনিক বিভাগে চাকরির সুযোগ। জেলা পরিষদের তরফে কর্মী নিয়োগ করা হবে। সম্প্রতি এই মর্মে জেলার প্রশাসনিক ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। জেলা পরিষদের তরফে এই নিয়োগ।

Advertisement

নারী ও শিশু উন্নয়ন ও সমাজ কল্যাণ বিভাগে প্রোটেকশন অফিসার পদে নিয়োগ করা হবে কর্মী। চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে এই পদে। প্রতি মাসে ২৭,৮০৪ টাকা করে দেওয়া হবে। সমাজ সেবা, ইতিহাস, ভূগোল, ইংরেজি, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, সমাজবিদ্যা, আন্তর্জাতিক সম্পর্ক, আইন অথবা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতাস থাকা চাই। তাঁদের সমাজ সেবা, নারী কল্যাণ সংক্রান্ত কাজে অন্তত তিন বছরের অভিজ্ঞতা থাকা প্রয়োজন। প্রার্থীর বয়স ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে।

কী ভাবে আবেদন করবেন?

Advertisement

প্রথমে নদিয়ার প্রশাসনিক ওয়েবসাইটে (https://nadia.gov.in) যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখান থেকে আবেদনপত্র সংগ্রহ করা যাবে। এর পর আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় জমা দিতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ১৪ ফেব্রুয়ারি। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে নদিয়া জেলার প্রশাসনিক ওয়েবসাইটটি দেখে নিতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement