প্রতীকী চিত্র।
কেন্দ্রীয় সংস্থা জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী বা ন্যাশনাল ডিজ়াস্টার ম্যানেজমেন্ট অথরিটি (এনডিএমএ)-তে কর্মখালি। সেই মর্মে সংস্থার ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে নিয়োগ-বিজ্ঞপ্তি। জানানো হয়েছে, সংস্থায় চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে কর্মীদের। আগ্রহীদের আবেদন গ্রহণ করা হবে অনলাইনে।
নিয়োগ হবে কনসালট্যান্ট (ফায়ার রিস্ক ম্যানেজমেন্ট) এবং সিনিয়র কনসালট্যান্ট (মিটিগেশন অফ ফ্লাডস) পদে। শূন্যপদ দু’টি।
কনসালট্যান্ট (ফায়ার রিস্ক ম্যানেজমেন্ট) এবং সিনিয়র কনসালট্যান্ট (মিটিগেশন অফ ফ্লাডস) পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স হতে হবে যথাক্রমে ৪০ এবং ৫০ বছরের মধ্যে। অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের ক্ষেত্রে থাকবে বয়সের ছাড়।
কনসালট্যান্ট এবং সিনিয়র কনসালট্যান্ট পদে নিযুক্তদের বেতন কাঠামো হবে মাসে যথাক্রমে ৭৫,০০০-১,০০,০০০ টাকা এবং ১,২৫,০০০-১,৭৫,০০০ টাকা। এ ছাড়াও মিলবে অন্যান্য সুযোগসুবিধা।
উভয় পদে আবেদনের জন্য প্রার্থীদের নির্দিষ্ট কিছু বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি থাকতে হবে পেশাগত অভিজ্ঞতাও। প্রয়োজনীয় শর্তাবলি মূল বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।
আগ্রহীদের এর জন্য সংস্থার ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র-সহ সমস্ত নথি জমা দিতে হবে। আগামী ৩ জুলাই আবেদনের শেষ দিন।