এনএফডিসি। ছবি: সংগৃহীত।
ন্যাশনাল ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডে (এনএফডিসি) রয়েছে চাকরির সুযোগ। সম্প্রতি সংস্থার ওয়েবসাইটে এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কর্মস্থল হবে মুম্বইয়ে।
হেড, ডেপুটি হেড, আইটি ম্যানেজার, অপারেশন ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট অপারেশন ম্যানেজার নিয়োগ করা হবে। সব মিলিয়ে পাঁচটি শূন্যপদ। এনএফডিসি-র অধীনস্থ ইন্ডিয়া সিনে হাব-এ কাজ করতে হবে। হেড পদে আবেদনের জন্য প্রার্থীর বয়স ৫০ বছরের মধ্যে হতে হবে। মাসে ২ লক্ষ টাকা বেতন মিলবে। ৪৫ বছর বয়সের মধ্যে থাকলে আবেদন জানানো যাবে ডেপুটি হেড পদে। সে ক্ষেত্রে বেতন মিলবে দেড় লক্ষ টাকা। একই বয়সীরা আবেদন করতে পারবেন আইটি ম্যানেজার এবং অপারেশন ম্যানেজার পদে। বেতন পাবেন ১ লক্ষ টাকা মাসে। অ্যাসিস্ট্যান্ট অপারেশন ম্যানেজার পদে প্রতি মাসে ৭০ হাজার টাকা বেতন মিলবে। প্রার্থীর বয়স ৭০ বছরের মধ্যে হতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখুন।
আবেদন কী ভাবে?
ন্যাশনাল ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের ওয়েবসাইটে ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। ৫ জুলাই আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন।
এই সংক্রান্ত সবিস্তার তথ্য এবং শর্তাবলি জানতে ন্যাশনাল ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের ওয়েবসাইট দেখে নেওয়া যেতে পারে।