বিশ্বভারতী। ছবি: সংগৃহীত।
বায়োটেকনোলজি নিয়ে গ্র্যাজুয়েট অ্যাপটিটিউড টেস্ট উত্তীর্ণ হয়েছেন? ইচ্ছে রয়েছে মাস্টার অফ সায়েন্স ডিগ্রি অর্জনের? তা হলে খোঁজ নিতে পারেন বিশ্বভারতী। কারণ, এই প্রতিষ্ঠানে রয়েছে বায়োটেকনোলজি নিয়ে স্নাতকোত্তর পড়ার সুযোগ। এই মর্মে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ভর্তির জন্য আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে। দু’বছরের কোর্স। এই কোর্সটি কেন্দ্রীয় সরকারের বায়োটেকনোলজি বিভাগের অর্থানুকূল্যে চালিত। আবেদনের জন্য ২০২৫-এ ন্যাশনাল টেস্টিং এজেন্সি দ্বারা আয়োজিত গ্র্যাজুয়েট অ্যাপটিটিউড টেস্ট-বায়োটেকনোলজি উত্তীর্ণ হলেই আবেদন করা যাবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।
আবেদন করবেন কী ভাবে?
প্রথমে বিশ্বভারতীর ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে বিজ্ঞপ্তিটি সংগ্রহ করা যাবে। সেখানে থেকে ‘সমর্থ পোর্টাল’ দ্বারা আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ১১ জুলাই পর্যন্ত আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা যাবে। যদি কোনও ভুল হয় আবেদনের সময় তা ঠিক করা যাবে ১৩ এবং ১৪ জুলাই। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি দেখুন।