NRS Recruitment 2025

সিনিয়র রেসিডেন্ট নিয়োগ করবে নীলরতন সরকার হাসপাতাল, কারা পাবেন আবেদনের সুযোগ?

সশরীরে হাসপাতালে উপস্থিত থেকে আগ্রহীদের আবেদন জানাতে হবে। নির্দিষ্ট সময়ের চুক্তিতে নিযুক্তদের কাজ চলবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ এপ্রিল ২০২৫ ১২:০৬
Share:

নীলরতন সরকার মেডিক্যাল কলেজ ও হাসপাতাল। ছবি: সংগৃহীত।

রাজ্য সরকারি হাসপাতালে কর্মখালি। নীলরতন সরকার মেডিক্যাল কলেজের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জেনারেল মেডিসিন এবং অ্যানাস্থেশিয়া বিভাগে সিনিয়র রেসিডেন্ট প্রয়োজন। শূন্যপদ চারটি।

Advertisement

সংশ্লিষ্ট কাজের জন্য জেনারেল মেডিসিন, অ্যানাস্থেশিয়া বিষয়ে ডক্টর অফ মেডিসিন (এমডি), ডিপ্লোমেট অফ ন্যাশনাল বোর্ড (ডিএনবি) ডিগ্রি অর্জন করেছেন, এমন ব্য়ক্তিদের বেছে নেওয়া হবে।

আগ্রহীদের বয়স ৪৫ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। প্রাথমিক ভাবে ছ’মাসের চুক্তিতে নিয়োগ করা হবে। পরে ওই চুক্তি তিন বছরের জন্য বৃদ্ধি পেতে পারে। হাসপাতালের জেনারেল মেডিসিন এবং অ্যানাস্থেশিয়া বিভাগে সশরীরে উপস্থিত হয়ে জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র এবং কর্মজীবনের অভিজ্ঞতার শংসাপত্র-সহ আবেদন জমা দিতে হবে।

Advertisement

আবেদনের শেষ দিন ২৩ এপ্রিল। এই বিষয়ে আরও জেনে নিতে হাসপাতালের তরফে প্রকাশিত মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement