এনআইএফটি। ছবি: সংগৃহীত।
ফ্যাশন টেকনোলজি নিয়ে উচ্চশিক্ষার জন্য আগামী মাসেই প্রবেশিকা (এনআইএফটিইই) আয়োজন করবে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজি (এনআইএফটি)। পরীক্ষার কিছুদিন আগেই ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)-র তরফে প্রকাশ করা হল ‘সিটি ইন্টিমেশন স্লিপ’। একই সঙ্গে বিশেষ ভাবে সক্ষমদের সাহায্যার্থে লিপিকারের তথ্য জমা দেওয়ার নির্দেশও দিয়েছে এনটিএ।
এনআইএফটি-তে ফ্যাশন ডিজ়াইনিং-সহ একাধিক ডিজ়াইন কোর্সে বিডিএস ও এমডিএস-এ ভর্তির জন্য ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজি এন্ট্রান্স এগ্জ়ামিনেশন (এনআইএফটিইই) প্রবেশিকা গ্রহণ করা হয়। চলতি বছরের পরীক্ষা আগামী ৮ ফেব্রুয়ারি। তার আগে পরীক্ষার্থীরা কোন কেন্দ্রে পরীক্ষা দিতে যাবেন, সে সম্পর্কিত তথ্য প্রকাশ করল এনটিএ। ‘স্লিপ’-এ উল্লেখ করা হবে কোন রাজ্যের কোন পরীক্ষাকেন্দ্রে পড়ুয়াদের যেতে হবে। তবে পরীক্ষাকেন্দ্রের ঠিকানা উল্লেখ করা হবে অ্যাডমিট কার্ডে।
প্রবেশিকার জন্য বিশেষ ভাবে সক্ষম পরীক্ষার্থীদের উত্তর লেখার জন্য সহযোগী বা ‘স্ক্রাইব’দের তথ্য নির্ধারিত ওয়েবসাইটে জমা দিতে হবে ৩১ জানুয়ারির মধ্যে। যাঁরা নিজেদের পছন্দের সাহায্যকারী নিয়ে পরীক্ষা দিতে চান, তাঁদের সংশ্লিষ্ট ওয়েবসাইটে গিয়ে সমস্ত তথ্য জমা দিতে হবে।
উল্লেখ্য, প্রবেশিকা নেওয়া হবে হিন্দি এবং ইংরেজি দুই ভাষাতেই। কাগজ-কলম এবং কম্পিউটার— উভয় মাধ্যমেই প্রবেশিকা দিতে পারবেন আগ্রহীরা। দেশের ১০০টি শহরে ওই প্রবেশিকা নেওয়া হবে। এর মধ্যে পশ্চিমবঙ্গে কলকাতা, দুর্গাপুর, আসানসোল, শিলিগুড়ি-তে পরীক্ষা দেওয়ার সুযোগ থাকছে। পরীক্ষাকেন্দ্রের সংখ্যা ১০২। পরীক্ষায় উত্তীর্ণরা স্নাতক এবং স্নাতকোত্তরের বিভিন্ন কোর্সে ভর্তির সুযোগ পাবেন।