প্রতীকী ছবি।
হুগলির প্রশাসনিক বিভাগে চাকরির সুযোগ। জেলা পরিষদের তরফে কর্মী নিয়োগ করা হবে। সম্প্রতি এই মর্মে জেলার প্রশাসনিক ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
এমডিএম কোঅর্ডিনেটর এবং অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট্যান্ট নিয়োগ করা হবে। উভয় পদেই চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে। এমডিএম কো-অর্ডিনেটর পদে আবেদনের জন্য ডব্লুবিসিএস-র অবসরপ্রাপ্ত কর্মী হতে হবে। প্রতি মাসে ১৮ হাজার টাকা বেতন দেওয়া হবে। শূন্যপদ একটি। অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট্যান্ট পদে প্রতি মাসে বেতন দেওয়া হবে ১১ হাজার টাকা। এই পদে ৯ জনকে নিয়োগ করা হবে। তবে, শুধুমাত্র অবসরপ্রাপ্ত কর্মীরাই আবেদন করতে হবে। সে জন্য তাঁদের সংশ্লিষ্ট বিভাগে কাজের অভিজ্ঞতা থাকা চাই। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।
লিখিত পরীক্ষা, কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে কর্মী। তার আগে আবেদনের ফর্ম সংগ্রহ করা প্রয়োজন। যা হুগলির প্রশাসনিক ওয়েবসাইটে (hooghly.nic.in) দেওয়া বিজ্ঞপ্তিটি থেকেই পাওয়া যাবে। ২০ জানুয়ারি সকাল ১১টা থেকে শুরু হবে ইন্টারভিউ। প্রার্থীদের আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি সঙ্গে নিতে যেতে হবে ওই দিন। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানা যাবে হুগলির প্রশাসনিক ওয়েবসাইট থেকেই।