— প্রতিনিধিত্বমূলক চিত্র।
চিকিৎসক নিয়োগ করবে অয়েল ইন্ডিয়া লিমিটেড। ওই সংস্থার কলকাতা দফতরে মেডিক্যাল অ্যাটেন্ডেন্ট পদে কর্মখালি রয়েছে। সংশ্লিষ্ট পদে এক জনকে নিয়োগ করা হবে।
ব্যাচেলর অফ মেডিসিন, ব্যাচেলর অফ সার্জারি (এমবিবিএস) ডিগ্রি অর্জন করেছেন, এমন ব্যক্তিরা উল্লিখিত পদে কাজের জন্য আবেদন করতে পারবেন। এ ক্ষেত্রে তাঁদের অন্তত ১০ বছর কোনও সরকারি হাসপাতালে কিংবা স্বাস্থ্যকেন্দ্রে কাজের পূর্ব অভিজ্ঞতা থাকা প্রয়োজন।
৪০ থেকে ৫০ বছর বয়সি চিকিৎসকেরা উল্লিখিত পদের জন্য আবেদন করতে পারবেন। সংস্থার তরফে জানানো হয়েছে, নিযুক্তকে তিন বছরের চুক্তিতে কলকাতার দফতরে কাজ করতে হবে। ওই মেয়াদ আরও এক বছরের জন্য বৃদ্ধি পেতে পারে।
আগ্রহীদের জীবনপঞ্জি, কর্মজীবনের যোগ্যতার নথি এবং দু’টি ছবি-সহ আবেদনপত্র জমা দিতে হবে। ডাকযোগে আবেদনের শেষ দিন ৭ নভেম্বর। কী ভাবে যোগ্যতা যাচাই করা হবে, তা প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।