হিন্দুস্থান এরোনটিক্স লিমিটেড। ছবি: সংগৃহীত।
ইঞ্জিনিয়ারিং, কলা, বিজ্ঞান, ম্যানেজমেন্ট শাখায় স্নাতক হয়েছেন? কাজ শেখার সুযোগ দেবে হিন্দুস্থান এরোনটিক্স লিমিটেড। ওই সংস্থার নাসিক ডিভিশনে এমন ২৬০ জনকে শিক্ষানবিশ হিসাবে প্রশিক্ষণ দেওয়া হবে।
তবে শুধু স্নাতকরাই নন, ডিপ্লোমা অর্জন করেছেন, এমন ব্যক্তিরাও প্রশিক্ষণের সুযোগ পাবেন। সে ক্ষেত্রে তাঁদের প্রতি মাসের ভাতা হিসাবে আট হাজার টাকা দেওয়া হবে। স্নাতকদের ক্ষেত্রে ভাতার অঙ্ক ন’হাজার টাকা।
২০২১ থেকে ২০২৫-এর মধ্যে স্নাতক ডিগ্রি বা ডিপ্লোমা অর্জন করেছেন, এমন ব্যক্তিরাও সংশ্লিষ্ট প্রশিক্ষণটি নিতে পারবেন। এ ক্ষেত্রে যাঁদের শিক্ষানবিশ হিসাবে প্রশিক্ষণ নেওয়া হয়ে গিয়েছে, তাঁরা এর জন্য আবেদন করতে পারবেন না।
স্নাতক এবং ডিপ্লোমার পরীক্ষায় প্রাপ্ত নম্বরের নিরিখে যোগ্যতা যাচাই করা হবে। ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং স্কিমের (ন্যাটস) ওয়েবসাইটে গিয়ে প্রথমে নাম নথিভুক্ত করা আবশ্যক।
নথিভুক্তকরণের পর পাওয়া এনরোলমেন্ট নম্বরের তথ্য এবং অন্যান্য নথি জমা দিয়ে অনলাইনে আবেদনের প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। আবেদনের শেষ দিন ১০ অগস্ট। এই বিষয়ে আরও জানতে হিন্দুস্থান এরোনটিক্স লিমিটেডের (hal-india.co.in) ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে নজর রাখতে পারেন।