ইনস্টিটিউট অফ পোস্ট গ্র্যাজুয়েট মেডিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ, কলকাতা। নিজস্ব চিত্র।
কলকাতার রাজ্য সরকারি প্রতিষ্ঠানে কর্মখালি। ওই প্রতিষ্ঠানে প্রজেক্ট রিসার্চ সায়েন্টিস্ট এবং প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট প্রয়োজন। ওই কাজের জন্য তিনজনকে নিয়োগ করা হবে।
ইনস্টিটিউট অফ পোস্ট গ্র্যাজুয়েট মেডিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ, কলকাতার নিউরোমেডিসিন বিভাগের প্রকল্পে নিযুক্তদের কাজ করতে হবে। তাঁদের ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর), ডিপার্টমেন্ট অফ বায়োটেকনোলজি (ডিবিটি) অর্থপুষ্ট প্রকল্পে কাজের পূর্ব অভিজ্ঞতা থাকা প্রয়োজন।
নিউরোইমিউনোলজিক্যাল কিংবা সমতুল বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্নেরা প্রজেক্ট রিসার্চ সায়েন্টিস্ট পদে চাকরির সুযোগ পাবেন। তাঁদের ওই বিষয় নিয়ে গবেষণার অভিজ্ঞতা থাকতে হবে। বয়স ৪০ বছরের মধ্যে হওয়া প্রয়োজন।
বিজ্ঞান বিভাগে দ্বাদশ উত্তীর্ণেরা প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট পদে নিযুক্ত হতে পারবেন। তাঁদের মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজিতে ডিপ্লোমা এবং পাঁচ বছর ক্লিনিক্যাল স্যাম্পেল নিয়ে কাজের পূর্ব অভিজ্ঞতা থাকা দরকার। বয়স ৩০ বছরের মধ্যে হওয়া প্রয়োজন।
নিযুক্তদের ২০ হাজার টাকা থেকে ৬৭ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে দেওয়া হবে। গবেষণার কাজ যতদিন চলবে, ততদিন নিযুক্তকে বহাল রাখা হবে। আগ্রহীদের আবেদনপত্রের সঙ্গেই শিক্ষাগত যোগ্যতা, কর্মজীবনের অভিজ্ঞতার শংসাপত্র-সহ অন্য গুরুত্বপূর্ণ নথি জমা দিতে হবে। আবেদনের শেষ দিন ২১ নভেম্বর। ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে।