Presidency University Recruitment 2025

প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক বিভাগের একাধিক পদে কর্মখালি, কর্মস্থল কার্শিয়াং ক্যাম্পাসে

অনলাইনে অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার, অ্যাকাউন্টস অফিসার এবং অ্যাসিস্ট্যান্ট কন্ট্রোলার অফ এগজ়ামিনেশন (পরীক্ষা নিয়ামক) পদের জন্য আবেদন গ্রহণ করা হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ জুলাই ২০২৫ ১৪:১৮
Share:

নবনির্মিত প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের কার্শিয়াং ক্যাম্পাস। ছবি: সংগৃহীত।

প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের কার্শিয়াং ক্যাম্পাসের প্রশাসনিক বিভাগে কর্মী নিয়োগ করা হবে। ওই ক্যাম্পাসের অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার, অ্যাকাউন্টস অফিসার এবং অ্যাসিস্ট্যান্ট কন্ট্রোলার অফ এগজ়ামিনেশন (পরীক্ষা নিয়ামক) পদে কর্মী প্রয়োজন। মোট শূন্যপদ তিনটি।

Advertisement

অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার পদে আইন, রাশিবিজ্ঞান, বিজ়নেস ম্যানেজমেন্ট, প্ল্যানিং বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন, এমন ব্যক্তিরা আবেদন করতে পারবেন। এর সঙ্গে তাঁদের কোনও বিশ্ববিদ্যালয়ের সুপারভাইজ়রি বিভাগে অন্তত ১০ বছরের কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন।

অ্যাকাউন্টস অফিসার পদে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, কস্ট অ্যাকাউন্ট্যান্ট কিংবা বিজ়নেস ম্যানেজমেন্ট বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্নদের আবেদন গ্রহণ করা হবে। এ ক্ষেত্রে তাঁদের বিশ্ববিদ্যালয় কিংবা সরকার স্বীকৃত সংস্থার অ্যাকাউন্টস অ্যান্ড অডিটের কাজে অন্তত পাঁচ বছরের অভিজ্ঞতা থাকা প্রয়োজন।

Advertisement

অ্যাসিস্ট্যান্ট কন্ট্রোলার অফ এগজ়ামিনেশন (পরীক্ষা নিয়ামক) হিসাবে বিজ়নেস ম্যানেজমেন্ট, আইন, রাশিবিজ্ঞান, প্ল্যানিং-এর মধ্যে যে কোনও একটি বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্ন হওয়া প্রয়োজন। এ ক্ষেত্রে পরীক্ষা ব্যবস্থার কাজে অন্তত পাঁচ বছরের পূর্বে অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক।

সংশ্লিষ্ট পদে নিযুক্তের বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে। বেতনক্রম ৫৭,৭০০ থেকে ১,৮২,৪০০ টাকা। অনলাইনে আগ্রহীদের আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনের শেষ দিন ২৯ জুলাই। কী ভাবে নিয়োগ করা হবে, সেই সংক্রান্ত তথ্য জানতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (presiuniv.ac.in) গিয়ে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement