রাইটস লিমিটেড। ছবি: সংগৃহীত।
কর্মখালির বিজ্ঞপ্তি জারি করেছে রাইটস লিমিটেড। জানানো হয়েছে, রেল মন্ত্রক অধীনস্থ এই সংস্থায় আইটি প্রফেশনাল নিয়োগ করা হবে। নিয়োগ হবে চুক্তির ভিত্তিতে। কর্মীদের পোস্টিং হবে দেশের যে কোনও অঞ্চলে। চাকরিপ্রার্থীদের থেকে এ জন্য ইতিমধ্যেই অনলাইনে আবেদন গ্রহণ করা হচ্ছে।
সংস্থায় নিয়োগ হবে প্রোগ্রাম ম্যানেজার পদে। শূন্যপদ একটি। চুক্তিভিত্তিক এই পদে প্রথমে এক বছরের জন্য কর্মী নিয়োগ করা হবে। এর পর সংস্থার প্রয়োজন এবং নিযুক্তদের কাজের উপর নির্ভর করে এই মেয়াদ বাড়ানো হতে পারে। বেতনক্রম হবে মাসে ৯০,০০০ থেকে ২,৪০,০০০ টাকা।
উল্লিখিত পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স ৫০ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। তাঁদের কম্পিউটার সায়েন্স বা ইনফরমেশন টেকনোলজিতে বিই/ বিটেক ডিগ্রি অথবা এমসিএ ডিগ্রি থাকতে হবে। প্রয়োজন ন্যূনতম ১৬ বছরের পেশাগত অভিজ্ঞতাও।
সংশ্লিষ্ট পদে নিয়োগের যোগ্যতা যাচাই করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। আবেদনকারীদের এ জন্য সংস্থার ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। আবেদনমূল্যের পরিমাণ ৬০০ টাকা। আগামী ৬ অক্টোবর আবেদনের শেষ দিন। এর পর অনলাইন বা অফলাইন ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ হবে।