Rourkela Steel Plant

রৌরকেল্লা স্টিল প্লান্টের হাসপাতালে কর্মী প্রয়োজন, কী ভাবে আবেদন করবেন?

স্টিল অথরিটি অফ ইন্ডিয়ার অধীনস্থ ইস্পাত জেনারেল হাসপাতালে কনসালট্যান্ট প্রয়োজন। ওই কাজের জন্য ১১ জনকে নিয়োগ করা হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:৫৩
Share:

রৌরকেল্লা স্টিল প্লান্ট। ছবি: সংগৃহীত।

স্টিল অথরিটি অফ ইন্ডিয়ায় কাজের সুযোগ। রৌরকেল্লা স্টিল প্লান্টের হাসপাতালে স্পেশালিস্ট এবং সুপার স্পেশালিস্ট পদে কর্মী প্রয়োজন। ওই হাসপাতালে কনসালট্যান্ট পদে দু’জনকে নিয়োগ করা হবে।

Advertisement

আগ্রহীদের ব্যাচেলর অফ মেডিসিন অ্যান্ড ব্যাচেলর অফ সার্জারি (এমবিবিএস) এবং ডিপ্লোমেট অফ ন্যাশনাল বোর্ড (ডিএনবি) কিংবা মাস্টার অফ চিরুগিয়ে (এমসিএইচ) ডিগ্রি অর্জন করেছেন, এমন ব্যক্তিরা স্পেশালিস্ট এবং সুপার স্পেশালিস্ট পদের জন্য আবেদন করতে পারবেন। বয়স ৬৯ বছরের মধ্যে হতে হবে।

মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া, ন্যাশনাল মেডিক্যাল কমিশন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ডিগ্রি অর্জন করেছেন, এমন ব্যক্তিদের নিয়োগ করা হবে। মোট এক বছরের চুক্তিতে প্রাথমিক ভাবে কাজ চলবে। পরবর্তীকালে আরও তিন বছরের জন্য মেয়াদ বৃদ্ধি পেতে পারে।

Advertisement

কাজের জন্য প্রতি মাসে সুপার স্পেশালিস্টদের ২,৫০,০০০ টাকা এবং স্পেশালিস্টদের ১,৬০,০০০ টাকা করে পারিশ্রমিক দেওয়া হবে। আগ্রহীদের সরাসরি ইস্পাত জেনারেল হাসপাতালে ইন্টারভিউ দেওয়ার জন্য উপস্থিত থাকা প্রয়োজন। ২৪ ফেব্রুয়ারি ওই ইন্টারভিউ নেওয়া হবে। আরও তথ্যের জন্য মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement