শ্যামাপ্রসাদ মুখার্জি সুপারস্পেশ্যালিটি হাসপাতাল। ছবি: সংগৃহীত।
ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), খড়্গপুরে কর্মী নিয়োগ করা হবে। প্রতিষ্ঠান অধীনস্থ শ্যামাপ্রসাদ মুখার্জি সুপারস্পেশ্যালিটি হাসপাতালের জন্য উচ্চপদে কর্মী প্রয়োজন। তাঁদের পূর্ণ সময়ের জন্য দু’টি ভিন্ন পদে কাজ করতে হবে। এ জন্য প্রার্থীদের থেকে অনলাইনে আবেদন গ্রহণ করা হবে।
হাসপাতালে কনসালট্যান্ট বা সিনিয়র রেজিস্ট্রার এবং জুনিয়র রেজিস্ট্রার (মেডিক্যাল অফিসার) পদে কর্মী নিয়োগ করা হবে। মোট শূন্যপদ ৩৩টি। তাঁদের হাসপাতালের অ্যানাস্থেশিয়োলজি, ক্রিটিক্যাল কেয়ার, ডার্মাটোলজি, এমার্জেন্সি মেডিসিন, ইএনটি, গায়নোকোলজি অ্যান্ড অবস্টেট্রিক্স, জেনারেল মেডিসিন, অর্থোপেডিক্স, সাইকিয়াট্রি, জেনারেল সার্জারি, প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, বায়োকেমিস্ট্রি-সহ নানা বিভাগে কাজের সুযোগ মিলবে।
কনসালট্যান্ট বা সিনিয়র রেজিস্ট্রার পদে অনূর্ধ্ব ৫০ বছর বয়সিরা আবেদন করতে পারবেন। বয়স ৪০ বছরের মধ্যে হলে আবেদন জানানো যাবে জুনিয়র রেজিস্ট্রার পদে। কনসালট্যান্ট এবং সিনিয়র রেজিস্ট্রার পদের মধ্যে যে কোনও একটি পদে নিয়োগ হবে। সেই অনুযায়ী কনসালট্যান্টদের বেতনক্রম মাসে ১,৭০,০০০ থেকে ২,৫০,০০০ টাকা এবং সিনিয়র রেজিস্ট্রারদের বেতনক্রম মাসে ১,৫০,০০ থেকে ২,০০,০০০ টাকা। জুনিয়র রেজিস্ট্রারদের ক্ষেত্রে বেতনক্রমের পরিমাণ মাসে ১,২০,০০০ থেকে ১,৫০,০০০ টাকা হবে।
কনসালট্যান্ট পদে নিয়োগ হলে আবেদনকারীদের এমবিবিএস-এর পাশাপাশি এমডি বা ডিএনবি যোগ্যতা থাকতে হবে। প্রয়োজন তিন বছরের পেশাগত অভিজ্ঞতার। একই ভাবে বাকি পদের জন্যও যোগ্যতার আলাদা মাপকাঠি রয়েছে।
প্রার্থীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন করতে হবে। আবেদনমূল্য ১০০০ টাকা। আগামী ১৫ ডিসেম্বর আবেদনের শেষ দিন। নিয়োগের বাকি শর্ত বিশদ জানতে প্রার্থীদের মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।