সত্যেন্দ্রনাথ বোস ন্যাশনাল সেন্টার ফর বেসিক সায়েন্সেস। ছবি: সংগৃহীত।
বাণিজ্য বিভাগে স্নাতক হয়েছেন, অ্যাকাউন্টসে কাজের পূর্ব অভিজ্ঞতা রয়েছে, এমন প্রার্থীরা সত্যেন্দ্রনাথ বোস ন্যাশনাল সেন্টার ফর বেসিক সায়েন্সেসে চাকরির সুযোগ পেতে পারেন। তবে, কলকাতার গবেষণা কেন্দ্রের তরফে বেশ কিছু শর্তাবলিও প্রকাশ করা হয়েছে। নীচে তার বিশদ জানানো হল।
সংশ্লিষ্ট গবেষণা কেন্দ্রে অ্যাকাউন্টস ক্লার্ক হিসাবে কর্মী প্রয়োজন। ওই কাজের জন্য মোট দু’জনকে নিয়োগ করা হবে। তাঁদের কমার্স অর্থাৎ বাণিজ্য বিষয়ে স্নাতক ডিগ্রির পাশাপাশি, ন্যূনতম পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন। এ ছাড়াও প্রার্থীদের অ্যাকাউন্টস, জিএসটি, টিডিএস, বিআরএস, বিল প্রসেসিং সংক্রান্ত কাজে দক্ষতা থাকা আবশ্যক।
উল্লিখিত পদে আবেদনকারীদের বয়স ২৭ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে। নির্দিষ্ট সময়ের চুক্তিতে নিযুক্তদের কাজ চলবে। এ জন্য প্রতি মাসে পারিশ্রমিক হিসাবে ২৭ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। আগ্রহীদের ডাকযোগে আবেদনপত্র জমা দিতে হবে।
আবেদনপত্রের সঙ্গে জীবনপঞ্জি, কর্মজীবনের শংসাপত্র, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্রের মতো নথি থাকা আবশ্যক। কী ভাবে আবেদন করতে হবে, তার বিশদ তথ্য সত্যেন্দ্রনাথ বোস ন্যাশনাল সেন্টার ফর বেসিক সায়েন্সেসের ওয়েবসাইটে (www.bose.res.in) বিজ্ঞপ্তি আকারে প্রকাশিত হয়েছে। আবেদনের শেষ দিন ৪ জুলাই।