কেন্দ্রীয় সংস্থায় ন্যাশনাল কোয়ান্টাম মিশন সংক্রান্ত প্রকল্পে গবেষণার কাজ চলছে। ছবি: সংগৃহীত।
যাদবপুরের কেন্দ্রীয় সংস্থায় ন্যাশনাল কোয়ান্টাম মিশন সংক্রান্ত প্রকল্পে গবেষণার কাজ চলছে। ওই প্রকল্পে গবেষক কর্মী প্রয়োজন। নিযুক্ত ব্যক্তিকে রিসার্চ অ্যাসোসিয়েট হিসাবে কাজ করতে হবে। শূন্যপদ একটি।
সংশ্লিষ্ট পদে নিযুক্ত ব্যক্তিকে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স (আইএসিএস)-এর ফিজিক্যাল সায়েন্সেস-এর গবেষণা প্রকল্পে কাজ করতে হবে। এ জন্য আবেদনকারীর পদার্থবিদ্যায় পিএইচডি থাকা প্রয়োজন। একই সঙ্গে কোল্ড অ্যাটমস, কোয়ান্টাম অপটিক্স কিংবা সমতুল্য বিষয় নিয়ে ন্যূনতম এক বছরের পোস্ট-ডক্টরাল রিসার্চের অভিজ্ঞতা থাকা আবশ্যক।
মোট এক বছরের চুক্তিতে ওই পদে নিযুক্তকে কাজ করতে হবে। পরে ওই মেয়াদ কাজের ভিত্তিতে বৃদ্ধি পেতে পারে। নিযুক্তের জন্য প্রতি মাসে ৬৭ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে বরাদ্দ করা হয়েছে।
ই-মেল মারফত আবেদনপত্র জমা দিতে পারবেন। আবেদনের শেষ দিন ১৫ জুলাই। কী ভাবে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে, তা নিয়ে জানতে হলে সংস্থার ওয়েবসাইটে (www.iacs.res.in)-এ গিয়ে মূল বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যেতে পারে।