Visvabharati Job recruitment 2025

চুক্তিভিত্তিক শিক্ষকতার সুযোগ বিশ্বভারতীতে! স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে কোন বিষয়ে?

চুক্তির ভিত্তিতে এক বছরের জন্য থাকবে কাজের মেয়াদ। যদিও প্রয়োজন অনুযায়ী মেয়াদ বৃদ্ধি হতে পারে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩১ মে ২০২৫ ১৮:২৯
Share:

বিশ্বভারতী। ছবি: সংগৃহীত।

শিক্ষকতার সুযোগ দিচ্ছে বিশ্বভারতী। সম্প্রতি এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে।

Advertisement

অতিথি শিক্ষক (গেস্ট ফ্যাকাল্টি) নিয়োগ করা হবে। চুক্তির ভিত্তিতে এক বছরের জন্য থাকবে কাজের মেয়াদ। যদিও প্রয়োজন অনুযায়ী মেয়াদ বৃদ্ধি হতে পারে। প্রতিষ্ঠানের বিদ্যাভবনের ইতিহাস বিভাগে রয়েছে কাজের সুযোগ। শূন্যপদ দু’টি। প্রতি ক্লাসের ভিত্তিতে ১৫০০ টাকা করে সাম্মানিক দেওয়া হবে। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইতিহাস বিষয়ে স্নাতকোত্তর হতে হবে। ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট উত্তীর্ণ হতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

কী ভাবে আবেদন করবেন?

Advertisement

আগ্রহীরা বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ‘কেরিয়ার’ বিভাগে গেলে বিজ্ঞপ্তিটি দেখতে পাবেন। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ১০ জুন। এই সংক্রান্ত তথ্য এবং শর্তাবলি বিশদ জানতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি দেখে নেওয়া যেতে পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement