প্রতীকী ছবি।
উত্তর ২৪ পরগনা জেলার প্রশাসনিক বিভাগে কাজের সুযোগ। সম্প্রতি জেলার প্রশাসনিক ওয়েবসাইটে এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
জেলায় কমিউনিটি অডিটর পদে নিয়োগ হবে। মোট শূন্যপদের সংখ্যা ৬১। নিযুক্তদের আনন্দধারা ডিসট্রিক্ট রুরাল ডেভেলপমেন্ট সেলে কাজ হবে। সংশ্লিষ্ট পদে শুধুমাত্র মহিলারাই আবেদন করতে পারবেন। তাঁদের ন্যাশনাল রুরাল লাইভলিহুড মিশন অধীনস্থ সেলফ হেল্প গ্রুপের সদস্য হতে হবে। বয়স হতে হবে ২৫ থেকে ৪০ বছরের মধ্যে। নিযুক্তদের দৈনিক বেতন হবে ৫০০ টাকা। আবেদনকারীদের উচ্চ মাধ্যমিকে কমার্স নিয়ে উত্তীর্ণ হতে হবে। থাকতে হবে কম্পিউটার পরিচালনার দক্ষতাও। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখুন।
আবেদন করবেন কী ভাবে?
প্রথমে উত্তর ২৪ পরগনা প্রশাসনিক ওয়েবসাইটে (north24parganas.gov.in) যেতে হবে। ‘হোমপেজ’ থেকে ‘রিক্রুটমেন্ট’-এ গেলে বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। আবেদনপত্র জমা দেওয়া যাবে ১৯ অগস্ট পর্যন্ত। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে উত্তর ২৪ পরগনার ওয়েবসাইটটি দেখে নিতে হবে।