স্বাস্থ্য বিভাগ। ছবি: সংগৃহীত।
রাজ্য স্বাস্থ্য দফতরের তরফে একাধিক পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তার মধ্যে একটি পদে ৬০০-র বেশি কর্মী নিয়োগ করা হবে। এই মর্মে রাজ্য স্বাস্থ্য বিভাগের ওয়েবসাইটে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
স্বাস্থ্য দফতরের একাধিক বিভাগে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ করা হবে। মোট শূন্যপদ রয়েছে ৬২১টি। আবেদনের জন্য ভারতের নাগরিক হতে হবে। পাশাপাশি এমবিবিএস উত্তীর্ণ হওয়া চাই। এ ছাড়াও বিভাগ অনুযায়ী আরও যোগ্যতা প্রয়োজন। সেগুলি জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখুন। এটি চুক্তিভিত্তিক নয়, সরাসরি নিয়োগ। প্রতি মাসে ১৫,৬০০ টাকা থেকে ৪২ হাজার টাকা বেতন দেওয়া হবে।
আবেদন করবেন কী ভাবে?
প্রথমে রাজ্য স্বাস্থ্য দফতরের নিয়োগ সংক্রান্ত প্রশাসনিক ওয়েবসাইটে (www.hrb.wb.gov.in) যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি সংগ্রহ করা যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। পাশাপাশি, আবেদনমূল্য জমা দেওয়া দরকার। ৩ সেপ্টেম্বর পর্যন্ত আবেদনপত্র জমা দেওয়া যাবে। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানা যাবে রাজ্য স্বাস্থ্য দফতরের নিয়োগ সংক্রান্ত প্রশাসনিক ওয়েবসাইট থেকে।