SSC Recruitment Case

রাষ্ট্রপতির দৃষ্টি আকর্ষণ করতে ‘যোগ্য’দের চিঠি, স্বেচ্ছামৃত্যুর অনুমতি বা শাস্তি মকুবের দাবি শিক্ষকদের

রাষ্ট্রপতির পাশাপাশি, সর্বভারতীয় রাজনৈতিক দলগুলির সমর্থন পেতে চাকরিহারাদের একাংশ ফের দিল্লিতে যেতে চলেছেন।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ জুন ২০২৫ ১৬:৪০
Share:

লাগাতার আন্দোলনের আবহে দিল্লির দ্বারস্থ চাকরিহারারা। — ফাইল চিত্র।

প্রায় ২৬ হাজার শিক্ষক চাকরি হারিয়েছেন। লাগাতার আন্দোলনের আবহে পথেই রয়েছেন তাঁরা। এ বার দিল্লির দরবারে সমর্থনের আশায় ছুঁটছেন চাকরিহারারা। সমস্যার কথা রাষ্ট্রপতিকে জানাতে চান তাঁরা। এর জন্য আলাদা করে শিক্ষকেরা চিঠিও পাঠাবেন। এ ছাড়াও প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাইছেন চাকরিহারা শিক্ষকেরা।

Advertisement

চাকরিহারা শিক্ষক হাবিবুল্লা আর্জি জানিয়েছেন, “আমাদের ন্যায়বিচার চাই। তা না হলে স্বেচ্ছামৃত্যুর আদেশ দেওয়া হোক। আমরা অন্যায় না করেও কেন শাস্তি পাচ্ছি?” চাকরিহারা শিক্ষকদের একাংশের আরও দাবি, চাকরিহারাদের জন্য যে রায় দেওয়া হয়েছে, তাতে আইন ব্যবস্থার উপর ভরসা উঠে যাচ্ছে। তাই দ্রুত রিভিউ পিটিশনের ব্যবস্থা করা হোক।

‘যোগ্য’ শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চের তরফে রাষ্ট্রপতিকে চিঠি দেওয়া হবে। রাজ্যের বিভিন্ন ডাকঘর থেকে ১৫ হাজার ৪০৩ জন ‘যোগ্য’ শিক্ষকের তরফে এই চিঠি পাঠানো হবে। চিঠিতে চাকরিহারাদের শাস্তি থেকে মুক্তির প্রার্থনার আর্জি জানানো হয়েছে।

Advertisement

আর কী কী কর্মসূচি রয়েছে?

শুধু রাষ্ট্রপতি কিংবা প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণই দিল্লি সফরের একমাত্র লক্ষ্য নয়। সর্বভারতীয় স্তরের নেতৃত্বের সমর্থন আদায় করতে তিন দিন দিল্লিতে চাকরিহারা শিক্ষক-শিক্ষাকর্মীরা থাকবেন। সোমবার এই কাজের দায়িত্ব নিয়ে তিন জন দিল্লিতে পৌঁছেও গিয়েছেন।

আন্দোলনের অন্যতম মুখ সুমন বিশ্বাসের অভিযোগ, স্কুল সার্ভিস কমিশন বেআইনি নোটিস ও গেজেট প্রকাশ করেছে। এরই প্রতিবাদে সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করতে চাকরিহারা শিক্ষকদের একাংশ দিল্লিতে যাবেন। তিনি আরও বলেন,‘‘আমাদের দাবি একটাই, ওএমআরের মিরর ইমেজের কপি প্রকাশ করতে হবে। কারণ ওতেই রয়েছে ‘যোগ্য’, ‘অযোগ্যদের’ তালিকা। এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করতে সর্বভারতীয় স্তরের নেতৃত্বের সঙ্গেও দেখা করা হবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement