Teacher Recruitment 2025

পশ্চিম মেদিনীপুরের সরকারি স্কুলে শিক্ষক নিয়োগ, কোন বিষয়ে পড়াতে হবে?

সহকারী শিক্ষক (অ্যাসিস্ট্যান্ট টিচার) নিয়োগ করা হবে বিদ্যাসাগর শিশু নিকেতনে। প্রার্থী ইংরেজি মাধ্যম স্কুল থেকে উত্তীর্ণ বা ইংরেজিতে সড়গড় হলে অগ্রাধিকার মিলবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৩৬
Share:

প্রতীকী ছবি।

পশ্চিম মেদিনীপুর জেলার সরকারি স্কুলে রয়েছে চাকরির সুযোগ। সম্প্রতি জেলার প্রশাসনিক ওয়েবসাইটে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। জানানো হয়েছে, ইন্টারভিউয়ের মাধ্যমে সহকারী শিক্ষক (অ্যাসিস্ট্যান্ট টিচার) নিয়োগ করা হবে বিদ্যাসাগর শিশু নিকেতনে।

Advertisement

পোস্ট গ্র্যাজুয়েট টিচার (পিজিটি) এবং ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার (টিজিটি) পদে এই নিয়োগ। তবে কাজের সুযোগ চুক্তির ভিত্তিতে। প্রতিষ্ঠানের ভুগোল বিভাগে পড়াতে হবে। পিজিটি পদে আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ভুগোলে স্নাতকোত্তর যোগ্যতা থাকতে হবে। এ ছাড়া, বিএড ডিগ্রি থাকা চাই। টিজিটি পদে আবেদনের জন্য বিএড-সহ স্নাতক যোগ্যতা থাকা চাই। প্রার্থী ইংরেজি মাধ্যম স্কুল থেকে উত্তীর্ণ বা ইংরেজিতে সড়গড় হলে অগ্রাধিকার মিলবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।

কী ভাবে আবেদন করবেন?

Advertisement

পশ্চিম মেদিনীপুর জেলার প্রশাসনিক ওয়েবসাইটে ‘হোমপেজ’ থেকে ‘রিক্রুটমেন্ট’-এ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখা যাবে। সেখান থেকে আবেদনপত্র ডাউনলোড করা প্রয়োজন। এর পরে আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় জমা দিতে হবে। আগামী ১৭ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৩টে পর্যন্ত জমা দেওয়া যাবে আবেদনপত্র।

নিয়োগ সংক্রান্ত সবিস্তার তথ্য এবং শর্তাবলি জানতে পশ্চিম মেদিনীপুর জেলার প্রশাসনিক ওয়েবসাইটটি দেখতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement