রাজ্য বিদ্যুৎ ভবন। ছবি: সংগৃহীত।
পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থায় (ডব্লিউবিএসইডিসিএল) কাজের সুযোগ। সম্প্রতি সে সংক্রান্ত নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সংস্থার তরফে। রাজ্যের বিভিন্ন অঞ্চলে কাজের সুযোগ পাবেন নিযুক্তরা। আগ্রহীরা এর জন্য অনলাইনে আবেদন করতে পারবেন।
সংস্থায় নিয়োগ হবে স্পেশ্যাল অফিসার (ল্যান্ড) পদে। মোট শূন্যপদ রয়েছে চারটি। অস্থায়ী ভাবে এবং চুক্তির ভিত্তিতে এক বছরের জন্য কর্মী নিয়োগ করা হবে। এর পরে নিযুক্তদের কাজ এবং সংস্থার প্রয়োজন অনুযায়ী এই মেয়াদ বাড়ানো হতে পারে। কলকাতার বিদ্যুৎ ভবন ছাড়াও নিযুক্তদের পোস্টিং হবে কলকাতা, শিলিগুড়ি, মেদিনীপুর অঞ্চলে। প্রতি মাসে বেতন দেওয়া হবে ৪৮ হাজার টাকা। প্রার্থীর বয়স ৬২ বছরের নীচে হওয়া দরকার। আবেদন করতে পারবেন সংশ্লিষ্ট বিভাগে কাজের অভিজ্ঞতা-সহ অবসরপ্রাপ্ত কর্মীরা। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।
কী ভাবে আবেদন করবেন?
ডব্লিউবিএসইডিসিএল-এর ওয়েবসাইটে ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যাওয়া প্রয়োজন। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আবেদনের সময়সীমার মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত জমা দেওয়া যাবে আবেদনপত্র।
এই সংক্রান্ত সবিস্তার তথ্য এবং শর্তাবলি জানতে ডব্লিউবিএসইডিসিএল-এর ওয়েবসাইটটি দেখতে পারেন।