বিক্রম সারাভাই স্পেস সেন্টার। ছবি: সংগৃহীত।
রাষ্ট্রায়ত্ত সংস্থায় কাজের সুযোগ। বিক্রম সারাভাই স্পেস সেন্টারের ৭৩টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। সংস্থার তরফে প্রকাশিত নিয়োগ-বিজ্ঞপ্তিতে এই বিষয়ে বিশদ তথ্য জানানো হয়েছে। নিযুক্তেরা টেকনিশিয়ান, ড্রফ্টসম্যান এবং ফার্মাসিস্ট পদে কাজের সুযোগ পাবেন।
কারা আবেদন করতে পারবেন?
দশম থেকে দ্বাদশ উত্তীর্ণেরা উল্লিখিত পদে কাজের জন্য আবেদন করতে পারবেন। তাঁদের ফিটার, টার্নার, মেকানিস্টের মতো ট্রেডে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউটস (আইটিআই) শংসাপত্র থাকা প্রয়োজন। ফার্মাসিস্ট পদে ডিপ্লোমা প্রাপ্ত ব্যক্তিরা আবেদনের সুযোগ পাবেন।
প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে। সংস্থার তরফে লিখিত পরীক্ষা এবং স্কিল টেস্টের মাধ্যমে যোগ্যতা যাচাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ জন্য দেশের ২৫টি রাজ্যের কেন্দ্র থেকে পরীক্ষা দেওয়ার সুযোগ থাকছে, যার মধ্যে কলকাতাও রয়েছে।
নির্দিষ্ট সময়ের চুক্তিতে কাজ চলবে। পরবর্তীতে মেয়াদ আরও বৃদ্ধি করা হতে পারে। পারিশ্রমিক হিসাবে প্রতি মাসে ৩৭ হাজার থেকে ৫০ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে।
অনলাইনে আবেদন জমা দিতে হবে। আবেদনের শেষ দিন ১৬ জুন। আবেদনমূল্য ৫০০ টাকা। এই বিষয়ে আরও জানতে বিক্রম সারাভাই স্পেস সেন্টারের ওয়েবসাইটে (vssc.gov.in) গিয়ে মূল বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যেতে পারে।